এতদিনের সব গুঞ্জন শেষ। দিন কয়েক ধরেই বলিউডে শোনা গিয়েছিল, আগামী সিজনে 'বিগ বস'-এর ঘরে যাচ্ছেন পর্ন তারকা মিয়া খলিফা। পর্ন হাবের হিসেবে যিনি এখন বিশ্বের এক নম্বর। কিন্তু যাবতীয় গুজবে জল ঢেলে দিলেন মিয়া নিজেই। টুইটারে তিনি জানিয়ে দিলেন এ সব গুজব। 'বিগ বস'এ তিনি আসছেন না। মিয়া লিখেছেন, ''একটা জিনিস পরিষ্কার করে দেওয়া দরকার। আমি ভারতে যাচ্ছি না। সুতরাং যাঁরা বলছেন 'বিগ বস'এ আমাকে দেখা যাবে তাঁদের মুখ বন্ধ করা দরকার।''
২০১১য় প্রথম 'বিগ বস'এ পর্ন তারকা হিসাবে সানি লিওনকে দেখেছিলেন দর্শকরা। শোনা গিয়েছিল, রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে তাঁদের আসন্ন সিজনে লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়াকে আনার চেষ্টা করছিলেন 'বিগ বস'-এর প্রযোজকরা। ২২ বছরের এই পর্ন তারকায় তাঁর কেরিয়ার শুরু করেছেন। আর এর মধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন এক নম্বরে। কিন্তু দর্শকদের সেই আশায় জল ঢেলে দিলেন খোদ মিয়াই।
Post a Comment