পুনম পাণ্ডের পর এবার নিজের ফিটনেস রহস্যের ভিডিও ভক্তদের সামনে উন্মোচন করছেন বলিউডের আলোচিত-সমালোচিত নায়িকা সানি লিওন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনই সুখবর দিলেন সাবেক এই পর্নস্টার। টুইটার বার্তার তিনি লেখেন , ‘আগামী রোববার, ১৩ সেপ্টেম্বর আমার ওয়ার্ক-আউটের ভিডিও লঞ্চ হতে চলেছে। আমি আশা করছি সকলে আমার সঙ্গে এবার ওয়ার্কআউট করবেন।’
বলিউডে সানি লিওনের আগে এই পথ দেখিয়েছেন শিল্পা শেঠি, বিপাশা বসুর মতো তারকারা। তবে শিল্পা কিংবা বিপাশার ভিডিওর থেকে সানির ফিটনেস ভিডিও একেবারেই আলাদা। এখানে সহজ কিছু ব্যায়াম করে দেখিয়েছেন সানি লিওন, যা বাড়িতে বসে অনায়াসেই অনুশীলন করা যাবে। এই বিষয়ে সানির ফিটনেস ট্রেনার মিকি জানিয়েছেন, ‘ফিটনেসের ব্যাপারে সানি দুর্দান্ত। যে কোনও ব্যায়াম ও খুব সহজে করতে পারে। এই ভিডিও শুটের সময় সানির স্বামী ড্যানিয়েলও আমাদের সাহায্য করেছে।’

Post a Comment