অদ্ভুতুড়ে 12:22 AM
Dip-a-week-for-weight-pechala

 

কথা ছিল, ২৪ জুলাই শুরু হবে সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’-এর দৃশ্যায়ন। কিন্তু পরী মনির শিডিউল জটিলতায় খানিকটা পিছিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা সৈকত জানান, ‘পাষাণ’ ইউনিটে যোগ দিতে খুব বেশি সময় নেবেন না পরী। পূর্ব নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর শুরু হবে সিনেমাটির দৃশ্যায়ন।


পরিবর্তন ডটকমকে ‘দেশা দ্য লিডার’-খ্যাত এ পরিচালক বলেন, “আসলে পরীর ‘রক্ত’ সিনেমার শুটিং এখনো বাকি। তাই সে আমার থেকে এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছে। এ নিয়ে আমাদের ইউনিটের কারো কোনো সমস্যা হয়নি।”

পরী মনির বিপরীতে ‘পাষাণ’-এ অভিনয় করছেন সুমিত। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবিটির গল্প ভাবনা সৈকত নাসিরের। চিত্রনাট্য সাজাচ্ছেন দেলোয়ার হোসেন দিল। সংলাপও তিনিই লিখছেন।

উল্লেখ্য ‘মহুয়া সুন্দরী’র পর সুমিত-পরী মনি জুটির দ্বিতীয় ছবি ‘পাষাণ’।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.