 |
‘লাভ ক্ষতি সমান সমান’ নাটকে লাক্স তারকাভিনেত্রী মৌসুমী হামিদ |
এবার একটি নাটকে ঢাকাইয়া ভাষায় সংলাপ বলবেন লাক্স তারকাভিনেত্রী মৌসুমী হামিদ। আসছে ঈদ উপলক্ষে নির্মিত এ নাটকটির নাম ‘লাভ ক্ষতি সমান সমান’। নাটকটি রচনা করেছেন ফাহমিদ আবির ও নির্দেশনা দিয়েছেন জামাল মল্লিক। এরই মধ্যে রাজধানীর পুরন ঢাকার বিভিন্ন মহল্লায় এর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে মৌসুমী হামিদের চরিত্রের নাম লিজা। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, পুরন ঢাকায় আমার এক বন্ধু আছে জিসান, তার কাছেই আমি ঢাকাইয়া ভাষা শিখেছি। জিসানকে অনেক অনেক ধন্যবাদ। কারণ, তার সহযোগিতা ছাড়া নাটকে ঢাকাইয়া ভাষায় সঠিকভাবে সংলাপ বলা আমার পক্ষে সম্ভব হতো না। ‘লাভ ক্ষতি সমান সমান’ নাটকের গল্প খুব চমৎকার। আশা করি দর্শকদের ভাল লাগবে। মৌসুমী হামিদ জানান, নাটকে তার বিপরীতে আছেন সজল। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে এটি প্রচার হবে। এর আগে মৌসুমী হামিদ শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় একটি নাটকে ঢাকাইয়া ভাষায় সংলাপ বলেছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি একই ভাষায় নাটকে অভিনয় করেছেন। এদিকে আগামী ৭ই আগস্ট মৌসুমী হামিদ অভিনীত, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এবং ১৪ই আগস্ট অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ চলচ্চিত্র দুটি মুক্তি পাবে। চলচ্চিত্র দুটিতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক ও আনিসুর রহমান মিলন। এ ছাড়া বর্তমানে শুটিং চলছে তার অভিনীত ফিরোজ খান প্রিন্স পরিচালিত ‘শোধ প্রতিশোধ’ চলচ্চিত্রের। অন্যদিকে এটিএন বাংলায় প্রচার হচ্ছে মৌসুমী অভিনীত, আফসানা মিমি পরিচালিত ডেউলি সোপ ‘সাতটি তারার তিমির’। এ ছাড়া রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায়, রিচি সোলায়মানের প্রযোজনায় মৌসুমী ‘যখন কখনও’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।
Post a Comment