অদ্ভুতুড়ে 12:55 PM
এ বার বোধ হয় বিরাট কোহলিকে মন দিলেন আলিয়া ভট্ট



আনুষ্কা শর্মার কথা তো আমরা সকলেই জানি। এ বার বোধ হয় বিরাট কোহলিকে মন দিলেন আরও এক বলিউড সুন্দরী। সেই বলিউড সুন্দরী হচ্ছেন  আলিয়া ভট্ট। বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।
বিরাট কোহলির রূপে-গুণে মুগ্ধ আলিয়া। নায়িকার কাছে বিরাট একজন ‘সেনসেশনাল পারফরমার’। নায়িকা আলিয়ার কথায়, বিরাটকে দেখে আমি মুগ্ধ। ওর ব্যাটিংয়ের ক্ষমতা অসাধারণ। ওকে দেখেই অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই পরিস্থিতি বিরাট ভালই সামলায়! আলিয়ার এই কথাতেই বলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
বিরাটকে দেখে কি আলিয়াও অজ্ঞান হয়েছিলেন? এ প্রশ্নের উত্তর অবশ্য মুচকি হাসি দিয়ে এড়িয়ে গিয়েছেন তিনি। বিরাটের ‘গার্লফ্রেন্ড’ যে তাঁরই কলিগ তাও ভালই জানেন আলিয়া। তবুও নিজের ভাললাগার কথা খোলাখুলি শেয়ার করেছেন মহেশ-কন্যা। আলিয়ার মতে, দশ জন ‘হ্যান্ডসাম’ ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতেই থাকবেন বিরাট।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.