সারা জীবন দীপিকার জন্য অপেক্ষা করতে রাজি রণবীর। পুনেতে 'বাজিরাও মস্তানির'-র প্রচারে এসে হাল্কা মেজাজে এমনই মন্তব্য করলেন রণবীর সিং। ওই অনুষ্ঠানে তখন রণবীরের পাশেই ছিলেন দীপিকা পাড়ুকোন। দুজনের সম্পর্কে নিয়ে এমনিতেই জল্পনা রয়েছে টিনসেল টাউনে। তার মধ্যেই রণবীর ওই মন্তব্য করলেন।
'রামলীলা'-র পর এবার 'বাজিরাও মস্তানি' সিনেমায় জুটি বেঁধেছেন রণবীর ও দীপিকা। ছবির প্রচারে এসে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন তাঁরা। দীপিকা বললেন, 'ও একেবারে আগের মতোই রয়েছে..সেই একই ছটফটানি, উদ্দীপনা, আগলে রাখার স্বভাব আর আন্তরিকতা। মানুষটা একেবারেই বদলায়নি।'
যদিও অভিনেতা হিসেবে রণবীর আরও পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দীপিকা।
Post a Comment