অদ্ভুতুড়ে 6:14 AM

চলচ্চিত্রের কিউট বেবি খ্যাত দিঘী নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। দীর্ঘদিন পার হওয়ার পরে আবার দিঘীকে দেখা যাবে চলচ্চিত্রের পর্দায়। দিঘি এবার ভাতিজি নয় শাকিব খানের নায়িকা হিসাবে অভিনয় করতে যাচ্ছেন।

 
দিঘি এবার ভাতিজি নয় শাকিব খানের নায়িকা হিসাবে অভিনয় করতে যাচ্ছেন।

 


তিনি রুপালী পর্দায় হাজির হচ্ছেন কিং খান খ্যাত শাকিব খানের নায়িকা হিসেবে। এ খবরে বেশ নাড়াচাড়া পড়ে গেছে ঢালিউড পাড়ায়।

এর আগে দিঘী বেশ কিছু ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছেন। আর চাচ্চু ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন দিঘী।

জানা গেছে শাকিব-দিঘীর এই ছবির নাম “অশিক্ষিত ছেলে”। পি এ কাজল ছবিটির পরিচালনা করবেন। এই সিনেমায় তিনি একটি কিশোরীর চরিত্রে অভিনয় করবেন। জানা যায় খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। '

Prarthona Fardin Dighi



Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.