অদ্ভুতুড়ে 6:54 AM

From- tomorrow -I'll -bleed- baiyye:- parimaniকাল থেকে কলকাতায় রক্তের বন্যা বইয়ে দিবেন বলে মন্তব্য করেছেন পরীমণি। তবে সত্যি সত্যি শরীরের কোনো রক্ত নয়; মূলত আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে 'রক্ত' ছবির শুটিং। 


৫ দিনের ছুটি কাটিয়ে আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন পরীমণি। কলকাতায় যোগ দিবেন শুটিং ইউনিটের সঙ্গে। এর আগে গত সপ্তাহে ঢাকায় প্রত্যাবর্তন করেন তিনি। পরীমণি বলেন, "আজ যাব কলকাতায়। টানা সপ্তাহ খানেক শুটিং হওয়ার পর ইউনিট ছুটবে দার্জিলিংয়ের পথে। এরপর সেখানে শুটিং সম্পন্ন করে ফিরব ঢাকায়। বলতে পারেন কাল থেকেই রক্তের বন্যা বইয়্যে দিব।"
এদিকে পরীমণি ফেরার আগে ইউনিট থেকে চলে আসেন পরিচালক মালেক আফসারী। শুটিং নিয়ে সময়ের মতপার্থক্য হওয়ায় জাজ মাল্টিমিডিয়ার আলোচিত এ ছবি থেকে ইউটার্ন নেন তিনি। জানা গেছে, তার জায়গায় দায়িত্ব পালন করবেন ওয়াজেদ আলী সুমন।
উল্লেখ্য, গত এপ্রিলে বেশ ঘটা করে  'রক্ত' সিনেমার মহরত আয়োজন করে প্রোডাকশন হাউজ জাজ মাল্টিমিডিয়া।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.