অদ্ভুতুড়ে 2:57 AM

 
Entries-are-Hollywood-Mia-Khalifa

তিনি অভিনেত্রী। তবে মেনস্ট্রিমে তাঁকে দেখা যায় না। তিনি পর্ন ছবিতে অভিনয় করেন। প্রশ্ন একটাই, এ বার কি হলিউডেও এন্ট্রি নেবেন তারকা? তিনি মিয়া খলিফা। সম্প্রতি মিয়াকে নিয়ে এই নতুন গুঞ্জন শুরু হয়েছে হলি টাউনে।


এর আগেও বহু পর্ন তারকা মেনস্ট্রিমে এসেছেন। তাই মিয়া যদি পরবর্তী ক্ষেত্রে মূল ধারার অভিনয়ে আসেন তাতে অবাক হওয়ার কারণ নেই। কিন্তু মিয়ার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূল ধারার অভিনয়ে আসার আগে পুরোদস্তুর অভিনয় শিখে আসতে চান তিনি। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি মিয়া নিজে। তবে ভবিষ্যতে হয়তো তাঁকে হলিউডে দেখা যেতে পারে— এমনই ইঙ্গিত দিয়েছে ওই সূত্র।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.