অদ্ভুতুড়ে 11:11 PM
The-words-were-shocked-shame-Shrabanti

 

শ্রাবান্তী সম্প্রতি ঢাকাই এসেছিলেন যৌথ প্রযোজনার ছবি ‌‘শিকারি’র মহরত অনুষ্ঠানে। সেখা ছবিটির মহরের পাশাপাশি চলছিলো নানা রসিকতা। এসব রসকতার ফাঁকে কেউ একজন শ্রাবন্তীকে প্রশ্ন করলেন, শাকিব খানকে কেমন লাগে? এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী, ‘উনি তো কিং খান। দেখতে অনেক সুন্দর। ভদ্রও মনে হচ্ছে। আমি যত দেখছি ততই তার ভক্ত হয়ে যাচ্ছি!’


এদিক এসময় শাকিব খান শ্রাবন্তীর পাশে দাঁড়িয়েই ছিলেন। সেসময় তিনি শ্রাবন্তীর কথাগুলো শুনে একটু লজ্জাও পেলেন। তবে একই রকম শাকিব খানকে করা হলে তিনি বলেন, ‘কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। দেখতে খুব সুন্দর। গুণী শিল্পী। তাঁর পাশে দাঁড়িয়ে ভালোই লাগছে।’

এদিকে ‘শিকারি’র কাজের জন্য কলকাতা যাচ্ছেন শাকিব খান। এসময় তিনি বলেন,  ‘শ্রাবন্তী ভালো রান্না করতে পারেন, জানতাম না। ১১ মার্চ কলকাতা যাচ্ছি। আর শুটিংয়ের খাবার খেতে চাই না। পুরো শুটিংয়ের সময়টাতে শ্রাবন্তীর হাতের রান্না করা খাবারই খেতে চাই।’শাকিব খানের এমন কথা শুনে সবার উদ্দেশে শ্রাবন্তী বলে উঠলেন, ‘আমি রাজি। শুটিংয়ে আমার হাতে রান্না করা খাবার আপনাদের ‘কিং খান’কে খাওয়াব।’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.