অদ্ভুতুড়ে 3:43 PM
Jeet-s-new-song-sahoor-ate-asted

 

এবারের ঈদে কলকাতা ও বাংলাদেশে একযুগে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত ছবি ‘বাদশা’। কলকতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া প্রযোজিত এ ছবিটির একটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে। আর তা নিয়েই শুরু হয়েছে দারুণ আলোচনা। প্রকাশিত গানটি ঈদ নিয়ে। ‘সুরমা লাগারে, আঁতর লাগারে, আকাশে খুশির চাঁদ উঠেছে, ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে।


মোবারক ঈদ মোবারব, মোবারক ঈদ মোবারক’ শিরোনামের গানটিতে ঈদের বারতা থাকায় বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে গানটি মুক্তির পর থেকেই দুই বাংলার দর্শকরা মেতেছেন। গানে ঠোট মিলিয়েছেন নায়ক জিৎ।

এ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ। রোববার ‘বাদশা’র ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে।

মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে সিনেমার ট্রেলার। এদিকে ‘বাদশা’র ইফতার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন জিৎ। মূলত এ ছবির প্রচারণার উদ্দেশেই তার ঢাকায় আগমন। ৩০ জুন ঢাকায় আসবেন তিনি।



Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.