মাত্র সেদিন বিয়ে করলেন হালের অলোচিত ‘অগ্নি’কন্যা মাহি। সিলেটের কম্পিউটার ইঞ্জিনিয়ার পারভেজ মাহমুদ অপুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। সংবাদমাধ্যমে তাদের দুজনের বিয়ের আগে পরের ঘটনা সম্পর্কে ভক্তরা একটু-আধটু জানার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যকার ‘কেমেস্ট্রি’ জানতে আগ্রহী সকল ভক্ত। আর মাহির ভক্তদের জন্য সুখবর— অপু-মাহি দুজনকে একসঙ্গে দেখা যাবে মাছরাঙা টিভিতে।
মাছরাঙা টেলিভিশনের গত কয়েক বছরের ঈদের নিয়মিত আয়োজন ‘কেমেস্ট্রি’—‘তারকা দম্পতিরা যেখানে তাদের দাম্পত্যের গল্প শোনান। অনুষ্ঠানটিতে প্রথমবারের মত একসঙ্গে দেখা যাবে মাহি ও তার স্বামী অপুকে।
অনুষ্ঠানটিতে আসার আমন্ত্রণ পাওয়ার পর মাহির চেয়ে নাকি তার স্বামী অপু বেশি উত্তেজিত। “ও তো রীতিমত উঠে পড়ে লেগেছে, কী পরে যাবে—শার্ট নাকি পাঞ্জাবি? বাসায় বসে খালি ট্রায়াল দিচ্ছে আর আমাকে দেখাচ্ছে। আমাকে বলছে, ‘দেখতো এ শার্টটায় আমাকে কেমন লাগছে? এ পাঞ্জাবিটার সাথে কোন জুতাটা পরব?’ বুঝছেন কী কান্ড!” হাসতে হাসতে কথাগুলো বলছিলেন ‘পোড়ামন’-এর ‘পরী’রূপী মাহিয়া মাহি।
মাহি আরো বললেন, “সবেমাত্র বিয়ে করলাম। কিন্তু এ অল্প কদিনে ও আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে তা মনে হয় কম ছেলেই দিতে পারে। বিয়ের পর যে ঝড়টা গেল ও পাশে না থাকলে মনে হয় না সামলাতে পারতাম। অল্প কদিনে ওকে অনেক ভালোবেসে ফেলেছি।”
রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন। ২১ জুন অনুষ্ঠানটির রেকর্ডিং হবে।
Post a Comment