অদ্ভুতুড়ে 1:19 PM
বলিউড সুপারস্টার শাহরুখ খান মুগ্ধ বাহুবলিতে
 এসএস রাজামৌলির ব্লকবাস্টার ছবি বাহুবলি মুগ্ধ করেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানকেও। তিনি এই ছবির উচ্ছ্বসিত প্রশংসা করে টুইটারে লিখেছেন, ছবিটি তাঁকে অনুপ্রাণিত করেছে। সেই কারণে ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদও জানিয়েছেন তিনি। 'বাহুবলি'কে 'বহু পরিশ্রমের ছবি' বলেও উল্লেখ করেন তিনি। তিনি টুইটারে লিখেছেন, একমাত্র ইচ্ছে থাকলেই আকাশ ছোঁওয়া যায়। বছর ৪৯-এর এসআরকে এই মুহূর্তে বুলগেরিয়ায় আসন্ন ছবি দিলওয়ালে-র শ্যুটিংয়ে ব্যস্ত।
উল্লেখ্য, বাহুবলী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস। এছাড়াও ওই ছবিতে রয়েছেন, রানা ডগ্গুবাটি, আনুশকা শেটি, তামান্না ভাটিয়া প্রমুখ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.