অদ্ভুতুড়ে 1:22 PM
সততাই তাঁকে শক্তি জোগায় : আনুশকা
টুইটারে শ্রদ্ধা জানাতে গিয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির নাম ভুল লেখায় চতুর্দিকে সমালোচনার ঝড় উঠেছিল। তবে সে সব একেবারেই পেছনে ফেলেছেন। আপাতত কেরিয়ারের উপর থেকে ফোকাস সরাচ্ছেন না অনুষ্কা শর্মা। আনুষ্কার মতে, তিনি কেরিয়ারের একটা ঝকঝকে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে।
শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’-তে আত্মপ্রকাশ। তার পর একে একে ‘ব্যান্ড বাজা বরাত’ থেকে ‘পিকে’ বা ‘দিল ধড়কনে দো’-র মতো হিট ছবি। অনুষ্কা বলেছেন, নিজের পছন্দমতো ছবি করতে পারছেন। আর এতেই তিনি খুশি। এর মধ্যেই একটি ছবির প্রযোজনা করেছেন।
সাফল্যের সূত্র কী? অনুষ্কা বলছেন সততার কথা। বলছেন, সততাই তাঁকে শক্তি জোগায়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.