![]() |
| তর সইছে না কৃতি শ্যাননের |
কৃতি জানিয়েছেন, সেই সময়ে শাহরুখকে লন্ডন যেতে হয়েছিল ব্যক্তিগত কাজে। ‘দিলওয়ালে’-র যে শুটিং বুলগেরিয়ায় হয়েছে, তাতে প্রধানত শাহরুখ এবং কাজলই ছিলেন। তবে কৃতির সঙ্গে এই দু’জনেরই একাধিক সিন রয়েছে, যেগুলির শ্যুটিং হবে অন্যত্র। সেই মুহূর্তটির জন্য এখন অপেক্ষায় ‘হিরোপন্তি’-র নায়িকা। ‘দিলওয়ালে’-র পরের পর্বের শুটিং খুব শিগগিরই শুরু হবে। কৃতি মুখিয়ে রয়েছেন। টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপন্তি’-র পরই ‘দিলওয়ালে’-র মতো বিগ বাজেট ছবি। বরুণের সঙ্গে শুট করে মুগ্ধ কৃতি। ‘দিলওয়ালে’-তে শাহরুখ, কাজল, বরুণ, কৃতি ছাড়াও দেখা যাবে বিনোদ খন্না, বোমান ইরানি, কবীর বেদী, সঞ্জয় মিশ্রকে।

Post a Comment