অদ্ভুতুড়ে 2:45 AM


'প্রেমী ও প্রেমী' ছবির শুটিংয়ে অংশ নিতে ১৫ জুন স্কটল্যান্ডে যাচ্ছেন ফারিয়া


মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া তার প্রথম চলচ্চিত্র 'প্রেমী ও প্রেমী' ছবির শুটিংয়ে অংশ নিতে ১৫ জুন স্কটল্যান্ডে যাচ্ছেন। 


জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন অশোক পতি ও আব্দুল আজিজ। ছবিতে ফারিয়ার নায়ক হিসেবে থাকছেন কলকাতার নায়ক অঙ্কুশ। দৃশ্যধারণ শেষে ফারিয়া দেশে ফিরবেন ২৯ জুলাই। এদিকে আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। সৈকত নাসির পরিচালিত 'পুলিশগিরী' ও অশোক পতি পরিচালিত 'প্রমিজ'। পুলিশগিরীতে ফারিয়ার নায়ক হিসেবে দেখা যাবে শিপন মিত্রকে আর 'প্রমিজ' এ তার নায়ক কলকাতার সোহম। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.