![]() |
| অভিনেত্রীরা শাহরুখের সঙ্গে পার্টিতে ক্যামেরাবন্দি |
বলিউডের নামীদামী তারকারা যখন কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়া আইফা অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন, তখন অনেকেই আবার কাজের জন্য ইভেন্টটিতে যোগ দিতে পারেননি। নিজেরা পার্টি করতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন এই তারকারা।
কারিনা কাপুর তার বোন কারিশমা কাপুরর সঙ্গে গত রবিবার ঘুরতে বের হন। পরে এই দুই বলিউড অভিনেত্রীর সঙ্গে যোগ দেন বলিউড তারকা শাহরুখ খান, আলিয়া ভাট এবং মানিষ মালহোত্রা। কয়েকদিন আগেই মালদ্বীপ থেকে বেড়িয়ে আসা কারিনা কাপুর তার সহশিল্পীর সঙ্গে বেশ আন্তরিকভঙ্গিতেই ছবি তুলেছেন। অন্যদিকে শাহরুখের হাতে রয়েছে হাঁটার একটি লাঠি। কয়েকদিন আগেই শাহরুখের হাঁটুতে একটি অপারেশন হয়েছিল।
আর অপেক্ষাকৃত কমবয়সী আলিয়া ভাট তো ‘উড়তা পাঞ্জাব’ এর সহশিল্পী কারিনার সঙ্গে কাজ করতে পেরে বেজায় খুশি। এ কথা তো সকলেই জানেন আলিয়া ভাট কারিনা কাপুরের একনিষ্ঠ ভক্ত।

Post a Comment