অদ্ভুতুড়ে 2:48 AM
হ্যাপি সাকিবের রেস্টুরেন্টে


মডেল ও অভিনয়শিল্পী নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে আলোচনা যেন কোন ভাবেই থামছে না। রুবেল বিতর্কে দীর্ঘদিন মিডিয়াজগতে ভাইরাল হয়ে থাকা নামটি আবারো আলোচনায় আসে সম্প্রতি রুবেল হোসেনের সঙ্গে একটা অডিও প্রকাশ করে।

নতুন খবর হল, এবার তার নজরে এসেছেন আরেক ক্রিকেটার, বিশ্বসেরা সাকিব আল হাসান! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাস দিয়ে জানান, বনানীতে সাকিবের রেস্টুরেন্ট সাকিব’স ডাইনে আসছেন তিনি।
সোমবার দেয়া স্ট্যাটাসটি ছিল অনেকটা এমন – ‘আজ সন্ধ্যায় সাকিব’স ডাইনে যাচ্ছি। কাকে কাকে সাথে নেবো? ভাবছি…’ 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.