অদ্ভুতুড়ে 1:50 PM
আয়ারল্যান্ডের সেরা সুন্দরী বাংলাদেশি বিজ্ঞাপনে


প্রিয়তি বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে। 


থাকেন আয়ারল্যান্ডে। ২০১৪ সালের সেরা সুন্দরী হিসেবে জিতে নিয়েছেন‘মিস আয়ারল্যান্ড’ খেতাব। সম্প্রতি মাটির টানে এসেছিলেন বাংলাদেশে। বেশ কিছুদিন ছুটি কাটিয়ে চলেও গেছেন। আর এ সময়ের মধ্যেই বেশকিছু জনকল্যাণমুলক কাজ করার পাশাপাশি অংশ নিয়েছেন একটি বিজ্ঞাপনের শুটিংয়েও। একটি দুগ্ধজাত পণ্যের বিজ্ঞাপনে তিনি অভিনয় করেছেন। চলতি সপ্তাহ থেকে এটি দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.