![]() |
| কিম কারদাশিয়ান আবার মা হচ্ছেন |
দীর্ঘ চেষ্টার পর অবশেষে গর্ভধারণ করেছেন মার্কিন টিভি তারকা কিম কারদাশিয়ান। সম্প্রতি 'কিপিং আপ উইথ দ্য কারডাশিয়ান্স' অনুষ্ঠানের ট্রেইলারে এ কথা স্বীকার করতে দেখা গেছে তাকে।
র্যাপার স্বামী কেনইয়ে ওয়েস্টের সঙ্গে কিমের রয়েছে ২ বছর বয়সী মেয়ে নর্থ ওয়েস্ট। চলতি বছরের শুরু থেকে আবার মা হওয়ার চেষ্টা করছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা।
ই!নিউজ বলছে, দীর্ঘ দিন ধরে চেষ্টার পরও সফল হতে পারছিলেন না কিম এবং কেনইয়ে। ই! এন্টারটেইনমেন্ট চ্যানেলের রিয়ালিটি শো 'কিপিং আপ উইথ দ্য কারডাশিয়ানস'-এ বোনের কাছে কিমকে বলতে শোনা গেছে, সন্তান ধারণে মানুষ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছিলেন এই তারকা দম্পতি। এমনকি গর্ভধারণের জন্য আলাদাভাবে পাচক রাখেন কিম।
২০১২ সাল থেকে কেনইয়ের সঙ্গে প্রেম করা শুরু করেন কিম। এর এক বছর পর জন্ম হয় তাদের প্রথম সন্তান নর্থ ওয়েস্টের।
এ বছর টাইম ম্যাগাজিনের জরিপে সবচেয়ে প্রভাবশালী শত ব্যক্তির তালিকায় প্রথম ২০ জনের মধ্যে ছিলেন কিম এবং কেনি।

Post a Comment