অদ্ভুতুড়ে 1:43 PM
একই পর্দায় তিন খান


ভক্তদের অপেক্ষার পালা শেষ করে এবারে বলিউডের তিন খান একই সিনেমায় হাজির হতে যাচ্ছেন। খবর যদি পাকা হয়, তাহলে সাজিদ নাদিয়াদওয়ালার আগামী সিনেমাতেই আমির খান, সালমান খান ও শাহরুখ খান একই সঙ্গে অভিনয় করছেন।

সাজিদ নাদিয়াদওয়ালার জন্য অবশ্য এই তিন খানকে সমান গুরুত্ব দিয়ে সিনেমা নির্মাণ করা একটু কঠিনই হয়ে পড়বে। কেননা এই তিন খানেরই ভক্ত রয়েছেন অনেক। যদিও এর আগে শাহরুখ ও সালমান তিন তিনটি সিনেমায় একসঙ্গে হাজির হয়েছেন, তবে তিন বন্ধুর একই সঙ্গে কোন সিনেমায় অভিনয় করা হয়নি। অবশ্য আমির ও সালমানের নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘আন্দাজ আপনা আপনা’ও সে সময় দারুণ হিট হয়েছিল।
আর তাই বলতেই হয় এই অসাধ্য সাধন করতে চলেছেন সাজিদ। আর তিনি যদি তিন খানকে নিয়ে সিনেমাটি নির্মাণে সার্থক হন তবে তার ব্যবসাসফলতা নিয়ে সাজিদকে দ্বিতীয়বার ভাবতে হবে না।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.