![]() |
| আলিয়া ভাট নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছেন কারিনাকে পেয়ে |
'উড়তা পাঞ্জাব' সিনেমা সম্পর্কে আলিয়া বলেন, ‘এ সিনেমা নিয়ে এখন খুব বেশি বলাটা কঠিন। আমি সিনেমাটিতে কারিনা কাপুরের মতো একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। সিনেমায় তার সঙ্গে অভিনয় করতে পেরে আমি সত্যিই খুব খুশি।’
তিনি বলেন, ‘তার (কারিনা) যখন শুট করা হয় আমি তখন শুটিং সেটে উপস্থিত থাকি। তিনি কিভাবে অভিনয় করেন সেটি দেখি। পাশাপাশি তিনি কিভাবে তার দৃশ্যগুলো করেন আমি সেটি শিখে নিই। তিনি আমার আদর্শ। ব্যক্তিগত জীবনেও তিনি সবার সঙ্গে খুবই আন্তরিক।’
তিনি আরো বলেন, ‘সিনেমাটি নিয়ে একটা চাপ অবশ্যই আছে, কিন্তু এটি বড় সিনেমা সেই কারণে নয়। আমি মনে করি যখন আপনি কোনো কাজ করবেন চাপ থাকবেই। আমি ভয় পাচ্ছি না বরং আমি খুব উচ্ছ্বসিত, আনন্দিত। আমি শুধু চাই দর্শক আমার সব সিনেমা পছন্দ করবে। এবং আমি যেন তাদের বিনোদন দিতে পারি।’
থ্রিলার ঘরানার সিনেমা 'উড়তা পাঞ্জাব' পরিচালনা করছেন ইস্কিয়া খ্যাত পরিচালক অভিষেক চৌবে। সিনেমাটিতে অভিনয় করছেন শহিদ কাপুর, কারিনা কাপুর, আলিয়া ভাট এবং পাঞ্জাবী অভিনেতা দিলজিত দোসাঞ্জ সহ অনেকে। সিনেমায় এ চরিত্রগুলো এবং চারটি গল্পের মাধ্যমে ভারতের মাদক সমস্যার বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে জানা গেছে। সিনেমাটি প্রযোজনা করছে প্যানথম ফিল্মস এবং বালাজি মোশন পিকচার্স।
উড়তা পাঞ্জাব’র পর আলিয়ার পরবর্তী সিনেমা শহিদ কাপুরের সঙ্গে শানদার, সিদ্ধার্থ কাপুরের সঙ্গে কাপুর অ্যান্ড সন্স এবং করণ জোহরের বহুল আলোচিত সিনেমা শুদ্ধি। এ সিনেমায় আলিয়ার বিপরীতে অভিনয় করবেন বরুন ধাওয়ান।
২২ বছর বয়সি আলিয়া, করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর হাইওয়ে, টু স্টেটস এবং হামটি শর্মা কি দুলহানিয়া’র মতো কিছু সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

Post a Comment