অদ্ভুতুড়ে 2:19 AM
নোবেল ও মৌ আবার সাত বছর পর

দীর্ঘ সাত বছর পর আবার জুটিবদ্ধ হলেন দেশের এক সময়ের জনপ্রিয় জুটি মডেল নোবেল ও অভিনেত্রী মৌ। আসছে ঈদের জন্য তারা একটি নাটকে একসাথে কাজ করছে।

জানা গেছে, কৌশিক শঙ্কর দাশের রচনা ও পরিচালনায় মৌ-নোবেল অভিনীত নাটকটির নাম ‘নতুন করে পাবো বলে’। দাম্পত্য সম্পর্ক, বিবাদ ও টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্প। নাটকে মৌ ও নোবেল স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন।

নাটকের গল্পে দেখা যাবে, মৌ পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার। অপর দিকে তার স্বামী নোবেল একজন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী। পেশার পার্থক্য আর পারিপার্শ্বিক অবস্থার কারণে এক সময় দুজনের দাম্পত্য জীবনে চির ধরে, ঘটতে থাকে নানা অপ্রত্যশিত ঘটনা।

উল্লেখ্য, ঈদকে সামনে রেখে বানানো ‘নতুন করে পাবো বলে’ নাটকটির শ্যুটিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আসছে চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচার হবে বলেজানিয়েছেন পরিচালক।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.