অদ্ভুতুড়ে 2:15 AM
জেনিফার সমালোচনার মুখে খোলামেলা পোশাকে



মরক্কোতে এক সঙ্গীত উৎসবে খোলামেলা পোশাকে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জেনিফার লোপেজ। গত সপ্তাহের শেষে মরক্কোর মাওয়াজিন মিউজিক উৎসবে গান পরিবেশন করেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। ওই উৎসবে জেনিফারকে মোট সাতটি পোশাকে মঞ্চে দেখা যায়। 


মরক্কোর যোগোযোগমন্ত্রী মুস্তাফা আল-খলিফি খোলামেলা এবং বেশ আঁটোসাঁটো পোশাকে মঞ্চে আসায় জেনিফারের নিন্দা জানান। তিনি আরও অভিযোগ করে বলেন, গান পরিবেশনের সময় জেনিফার এমন কিছু অঙ্গ-ভঙ্গিতে নিজেকে তুলে ধরেণ, যা যৌন ইঙ্গিতবাহী! মরক্কো-ওয়ার্ল্ড-নিউজ। 

জেনিফার সমালোচনার মুখে খোলামেলা পোশাকে

মুস্তাফা অল-খলিফি এক টুইট বার্তায় লিখেছেন, “বিষয়টি গ্রহণযোগ্য নয় এবং আইন বিরোধী। পাশাপাশি, যে চ্যানেলে শো-টি দেখানোর কথা ব্রডকাস্টিংয়ের আগে তাদের এক বার নৈতিকতার দিকটা ভেবে দেখতে অনুরোধ করেন তিনি!
তবে, দেশটির সবচেয়ে বড় সঙ্গীত আয়োজন মাওয়াজিন মিউজিক উৎসবে জেনিফারকে আমন্ত্রণ জানিয়েছিল খোদ মরক্কো। উৎসবটিতে এ বছরের আকর্ষণই ছিল জেনিফার। এটা নিয়ে ঢালাও বিজ্ঞাপনও করা হয়েছিল আয়োজকদের তরফ থেকে। 

জেনিফার সমালোচনার মুখে খোলামেলা পোশাকে

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.