অদ্ভুতুড়ে 3:02 AM
আইনের চোখে মুক্ত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন

আইনের চোখে মুক্ত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। ফলে জ্যাকসনের নেভারল্যান্ড বিক্রি হতে আর কোন বাধা রইল না৷ বহুদিন থেকেই তাঁর সাধের নেভারল্যান্ড নিয়ে বিতর্ক চলছিল৷

ওই বাড়িতেই নাকি মাইকেল জ্যাকসন শিশুদের ওপর যৌন নির্যাতন চালাতেন। এমনটাই অভিযোগ ছিল পপ সম্রাটের বিরুদ্ধে৷ শুক্রবার তা মিথ্যা প্রমাণিত হয়েছে৷

রবসন ২০১৩ সালে মাইকেলের বিরুদ্ধে দীর্ঘ গত সাত বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগ করেন৷

এদিকে ঋণ মেটানোর জন্য নিজের বাড়ি বিক্রি করতে চাইছিলেন জ্যাকসন৷ বেঁচে থাকাকালীন সেটা সম্ভব না হওয়ায় জ্যাকসনের পরিবার বেঁচতে চাইছিলেন নেভারল্যান্ডস।

শুক্রবার নির্দোষ প্রমাণিত হওয়ার পর এবার নেভারল্যান্ড বিক্রি হবে ১০০ মিলিয়ন মার্কিন ডলারে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.