অদ্ভুতুড়ে 3:04 AM
স্বপ্ন পূরণ হল  সোনাক্ষীর



বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার গায়িকা হওয়ার বিষয়টি আর কারও অজানা নয়। তার আপকামিং আকিরাসিনেমায় গান গাইবেন তিনি। এবার শিল্পী হিসেবে এ অভিনেত্রীর আরো একটি স্বপ্ন পূরণ হতে চলেছে।

স্বপ্ন পূরণ হল  সোনাক্ষীর


অনেক আগে থেকেই সোনাক্ষী স্বপ্ন দেখতেন একদিন দর্শকের সামনে স্টেজে সরাসরি গান গাইবেন। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা)-এর কল্যাণে সে স্বপ্নও পূরণ হচ্ছে এ অভিনেত্রীর। এ অনুষ্ঠানে স্টেজে গান গাওয়ার সুযোগ পেয়েছেন দাবাং খ্যাত এ তারকা। আর তিনি জানিয়েছেন, এর মাধ্যমে তার অনেকদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। 

এ প্রসঙ্গে সোনাক্ষী বলেছেন, ‘আমি ‘আইফা’র জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমি সব সময়ই স্বপ্ন দেখতাম রকস্টার হওয়ার এবং কনসার্টে সরাসরি গান করার। বিষয়টি এখন খুব কাছে। একদিক থেকে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যাঁ, আমি বেশ উচ্ছ্বসিত।’

আগামী ৫ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ডের ১৬তম আসর। তিন দিনব্যাপি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের খ্যাতনামা সব অভিনয় শিল্পীরা।    

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.