অদ্ভুতুড়ে 2:58 AM
লারা দত্তের প্রশংসাই পরিচালক প্রভুদেবা

মাতৃত্বকালীন বিরতির পর চলচ্চিত্রে ফিরেই সবাইকে মুগ্ধ করে ফেলেছেন ভারতের সেক্স সিম্বল অভিনেত্রী লারা দত্ত। প্রভুদেবা’র আসন্ন ছবি ‘সিং ইজ় ব্লিং’ ছবিতে লারা দত্তের রোলটি নাকি বেশ সারপ্রাইজ, এমনটাই জানিয়েছেন পরিচালক প্রভুদেবা।

জানা গেছে, শ্যুটিংয়ে লারার পারফর্মেন্স দেখে অভিভূত পরিচালক প্রভুদেবা। পরিচালকের মতে, লারা অদ্ভুত, অসাধারণ অভিনয় করেছে! লারার অভিনয়ে মুগ্ধ পুরো ‘সিং ইজ ব্লিং’ টিম।

উল্লেখবয, লারা দত্ত, এমি জ্যাকসন ও অক্ষয় কুমার ছাড়া ‘সিং ইজ় ব্লিং’-এ একটি বিশেষ রোলে রয়েছেন বিপাশা বসু। পেন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং গ্রেজিং গোট প্রডাকশন্সের প্রযোজনায় ‘সিং ইজ ব্লিং’ আগামী ২ অক্টোবর মুক্তি পাবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.