অদ্ভুতুড়ে 2:57 AM
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম। ২৯ মে শুক্রবার রাতে রাজধানীর অট্রিয়াম রেস্টুরেন্টে নির্মাতা আশফাক নিপুণের গলায় মালা পরিয়ে নতুন জীবনে পা রাখলেন এ দম্পতি। এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপান্তরিত হলো। 


এ সময় মিডিয়ার অনেক তারকাই উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, তাহসান, মিথিলা, ইরেশ জাকের, কনা, কোনাল, নুসরাত ফারিয়াসহ অনেকে। তবে বিয়ের আগে মিডিয়ার কাছে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এলিটা।  

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম

বিয়ে প্রসঙ্গে এলিটা বলেন, ‘এ মাসটি আমার জন্য লাকি এবং স্মরণীয়। কারণ এ মাসেই আমার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। সপ্তাহ না যেতেই আশফাকের সঙ্গে নতুন জীবন শুরু করলাম। অন্যরকম অনুভূতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এক যুগের বেশি সময় ধরে গান গাইছেন এলিটা করিম। ইতোমধ্যে দেশীয় সংগীতে নিজের স্বতন্ত্র একটি ধারা তৈরি করেছেন এ সংগীতশিল্পী। সম্প্রতি প্রকাশিত হয়েছে এলিটার প্রথম একক
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম


অ্যালবাম। এরই মধ্যে গানগুলোও বেশ প্রশংসা কুড়িয়েছে। সংগীতের সঙ্গে দীর্ঘদিন থাকলেও অনেক সময় পর একক অ্যালবাম প্রকাশিত হলো তার। তারই সপ্তাহখানেক পরই জীবনের বড় ঘটনা ঘটল বিয়ের মধ্য দিয়ে। এ যেন এলিটার একাদশে বৃহস্পতি!  

এদিকে আশফাক নিপুণ নাটক নির্মাণ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ‘মুকিম ব্রাদার্স’ নাটকটি তাকে আলোচনায় নিয়ে আসে। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.