অদ্ভুতুড়ে 10:12 PM

শিরোনাম দেখে অবাক হতে পারেন। বাস্তবে একটি গরুকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্যে প্রবেশপত্র দেয়া হয়েছে।



ঘটনাটি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে। এই খবর ছড়িয়ে পড়ার পর দেশটির শিক্ষা সংক্রান্ত ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। এনিয়ে ইন্টারনেট জগতে তুমুল হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান। এর ব্যাখ্যা দাবী করেছে বিরোধী রাজনৈতিক জোট।

জানা গেছে, প্রবেশপত্রে লেখা আছে নাম ‘কাছির গাউ’ স্থানীয় ভাষায় যার অর্থ বাদামী রঙের গরু। ওই প্রবেশপত্রে একটি গরুর ছবিও দেয়া হয়েছে।

গরুটিকে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষার জন্যে এই প্রবেশপত্র দেয়া হয়েছে। যা আগামী সপ্তাহে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি ঘটিয়েছে কেউ একজন ভুল তথ্য দিয়ে। এজন্যে তারা ‘প্রাঙ্কস্টারদের’ (যারা মিথ্যা তথ্য দিয়ে মজা করেন) দায়ী করছেন। পুরো প্রক্রিয়াটি কম্পিউটারে হয়, এর জন্য মানুষ ও গরুর চেহারা আলাদা করা অসম্ভব।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

সূত্র: বিবিসি

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.