অদ্ভুতুড়ে 10:44 PM

ভারতীয় অভিনেত্রী কারিনা কাপুর খানের স্বামী অভিনেতা সাইফ আলি খান এবং তার সাবেক প্রেমিক শাহিদ কাপুর একই সিনেমায় অভিনয় করছেন এ খবর পুরনো। নতুন গুঞ্জন হচ্ছে তাদের সঙ্গে পর্দায় আবির্ভূত হতে পারেন কারিনাও।








সাইফ-শাহিদের এক সঙ্গে অভিনয়ের ব্যাপারে কানাঘুষা চলছিল অনেক দিন ধরেই। সম্প্রতি এ খবর নিশ্চিত করেন সাইফ নিজেই। আর কারিনার সাবেক ও বর্তমান ভালবাসার মানুষকে একই সিনেমায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন নির্মাতা ভিশাল ভারাদওয়াজ।ভিশাল এর আগে সাইফের সঙ্গে কাজ করেছেন ‘ওমকারা’ সিনেমায়, যেখানে ছিলেন কারিনাও। আর শাহিদের সঙ্গে দ্বিতীয়বারের মত তিনি কাজ করেছেন ‘হায়দার’-এ। 

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, নিজের পছন্দের তিন শিল্পীকে এবার এক পর্দায় আনার চেষ্টা করছেন ভারাদওয়াজ।বেশ কয়েক বছর প্রেম করার পর ২০০৭ সালে শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙ্গেন কারিনা। এরপর ২০১২ সালে সাইফকে বিয়ে করেন তিনি।প্রেম চলাকালীন পর্দায়ও জুটি বাঁধতে দেখা গেছে শাহিদ-কারিনাকে, তবে সম্পর্ক ভাঙ্গার পর একে অপরকে এড়িয়েই চলতে দেখা গেছে তাদের।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.