বিশ্বজুড়ে এখন ৭০ কোটির চেয়েও বেশী WhatsApp- এর ব্যবহারকারী।
![]() |
এখন ৭০ কোটিরও বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন প্রতি এক মাসে যার ব্যবহারকারী গত বছরের আগস্ট মাসে ছিল ৬০ কোটি আর এই তথ্য সম্প্রতি এক ফেসবুক পোস্টে হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম জানান।
জান কউম আরও জানিয়েছেন, এখন প্রতিদিন হোয়াটসঅ্যাপ থেকে ৩০ বিলিয়ন বার্তা আদান-প্রদান হচ্ছে। যদি WhatsApp-এর ব্যবহারকারীর সংখ্যা মাসিক ৭০ কোটি ধরা হয় তাহলে এটি একটি বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশন হিসেবে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের অন্যতম একটি সাইট হয়ে দাঁড়িয়েছে ।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর হিসাবে ইতিমধ্যে টুইটার ও ইনস্টাগ্রামকেও ছাড়িয়ে গেছে। এদের মধ্যে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ২৮ কোটি ৪০ লাখ এবং ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি। তবে ফেসবুক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট জগতে ১৩০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে শীর্ষে রয়েছে ।
স্মার্টফোনের জন্য অন্যতম কয়েকটি জনপ্রিয় ম্যাসেঞ্জারের মধ্যে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার একটি যাকে বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই ম্যাসেঞ্জার ব্যবহার করা যায়। WhatsApp-এ শুধু চ্যাটই নয়, এদিয়ে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়। এছাড়াও ম্যাসেঞ্জারটি অ্যাপলের আইওএস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়।
WhatsApp-টির বিশেষত্বের মধ্যে রয়েছে এই অ্যাপসের ব্যবহারকারীর ফোনে থাকা ফোন নম্বর তালিকা থেকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নম্বর সিংকক্রোনাইজ করে নেয়। যার ফলে আলাদা করে আইডি যোগ করার দরকার পরে না। স্মার্টফোনে এই অ্যাপসটি বিনা মূল্যে ব্যবহারের উপযোগী ম্যাসেঞ্জারটিতে ব্যক্তিগত হালনাগাদ, ব্যবহারকারী যেখান থেকে চ্যাট করছেন সে এলাকা, গ্রুপ তৈরি, গ্রুপের জন্য আলাদা আইকন তৈরি করা যায়।
WhatsApp-কে ইয়াহুর সাবেক কর্মী ব্রায়ন অ্যাক্টন ও জান কউম মিলে ২০০৯ সালে তৈরি করেন। বর্তমানে ৫৫ জন কর্মী রয়েছেন এ প্রতিষ্ঠানটিতে। গত ফেব্রুয়ারি ২০১৪ সালে এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলার দাম দিয়ে ফেসবুক কিনেছিল WhatsApp-কে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ WhatsApp কেনার সময় জানান, প্রতিদিন WhatsApp ডাউনলোড করার পরিমান ১০ লাখ মানুষ এবং এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটি।
Post a Comment