ক্যালরি কমাতে এখন থেকে ব্যবহার করতে হবে চেয়ারকে আসুন জেনে নেই (Chair helps to reduce calorie).
![]() |
Chair helps to reduce calorie |
সম্প্রতি ম্যাশএবল নামের এক প্রযুক্তিবিষয়ক সাইট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৫-তে (সিইএস)-নির্মাতা প্রতিষ্ঠান টাও-ওয়েলনেস চেয়ারটি প্রদর্শন করবে ।
ম্যাশএবল জানিয়েছে যে, টাও চেয়ার দেখতে অন্যান্য সাধারণ চেয়ারের মতো হওয়া সত্ত্বেও ব্যবহারকারীকে এটি আইসোমেট্রিক্স ধারার ব্যায়াম করতে সাহায্য করবে।
এই চেয়ারটির মূল কাজগুলো হলো ব্যবহারকারী নিজ দৈহিক গঠন উন্নত করা ,দেহের ক্যালরি ও মানসিক চাপ কমানো এমনকি পেশীর শক্তিবৃদ্ধির জন্যও চেয়ারটি ব্যবহার করা যাবে। এ চেয়ারটির প্রসঙ্গে বিশেষভাবে বলতে গিয়ে নির্মাতা প্রতিষ্ঠান টাও-ওয়েলনেসের প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা ফিলিপ নর্থরাপ জানিয়েছেন, মানুষ সাধারণত ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারেন না। মানুষ সাধারণত দিনভর কাজের শেষে পরিবারের সঙ্গে টিভি দেখে সময় কাটাতেই ভালোবাসে। এক্ষেত্রে অবসরে টিভি দেখার পাশাপাশি যদি এই চেয়ারটির উপর বসা যায় তাহলে একপাশে যেমন টিভি দেখা হবে ঠিক অন্যপাশে ক্যালরি কমানো, পেশীর শক্তিবৃদ্ধি ও হৃৎপিণ্ডকে সুস্থ্যও রাখা যাবে।
ম্যাশএবল জানিয়েছে টাও চেয়ারটি টাও অ্যাপের সঙ্গে সিঙ্ক করা আর এরফলে চাইলে অ্যাপের মাধ্যমে ব্যায়ামের প্রশিক্ষণ ব্যবহারকারী ইচ্ছে করলেই নিতে পারবেন এমনকি গেইমে সংযুক্ত হয়ে বিশেষ এ ব্যায়ামের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে পারবেন ব্যবহারকারী ।
Post a Comment