আমরা কেউই কল্পনা করতে পারবোনা প্রযুক্তি কোথায় এগিয়ে যাচ্ছে। একবার কল্পনা করুন শুধু ফোন হাতে নিয়ে চোখ ব্যবহার করে মেনু ফিড থেকে সব পড়তে আপনি সক্ষম। একই সাথে ট্যাপিং সুইপিং এবং স্ক্রলিং খুবই কষ্টকর প্রচেষ্টা। আর তাই নতুন এক সফটওয়্যার দিয়ে শুধু চোখ দিয়ে নির্দেশ করেই সব কাজ করা যাবে। সফটওয়্যার ডেভলোপার আই ট্রাইব এমনি এক সফটওয়্যার তৈরি করেছেন। যাদের উদ্দেশ্য হল- চোখের সাহায্যে আমাদের ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা। অ্যান্ড্রয়েডের জন্য পৃথিবীর প্রথম আই ট্র্যাকিং সফটওয়্যার ডেভলোপমেন্ট কিট প্রকাশ করে এই আই ট্রাইব।
Post a Comment