অদ্ভুতুড়ে 4:42 AM

সম্প্রতি হোয়াটসঅ্যাপ প্লাস নামক হোয়াটসঅ্যাপের একটি নতুন সংস্করণ উন্মুক্ত হোয়েছে বোলে জানা গেছে। তবে এরই মধ্যে ইন্টারনেটে উন্মুক্ত হয়েছে এই নামের একটি অ্যাপ। তবে এই অ্যাপটির ওয়েবসাইট বিশ্লেষণ করে বিজিআর জানিয়েছে, এই অ্যাপটি সম্পূর্ণ ভুয়া।

 

ওয়েবসাইটটিতে বলা হয়, এই অ্যাপটি কোনভাবেই  হোয়াটসঅ্যাপের সাথে সংশ্লিষ্ট নয়। ধারণা করা হচ্ছে, এটি একটি ম্যালওয়্যার। আর এটি ইন্সটল করলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবহারকারীরা। ওয়েব সাইটটির হু ইজ এন্ট্রি থেকে দেখা গিয়েছে, এটি ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নামে নেওয়া হয়নি। বিজিআর অ্যাপটির সোর্স কোড বিশ্লেষণ করে আরও দেখেছে, এতে আরও বেশ কিছু ওয়েবসাইটের লিংক রয়েছে যা কোনভাবেই হোয়াটসঅ্যাপের সাথে সংশ্লিষ্ট নয়।







Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.