অদ্ভুতুড়ে 5:21 AM

গত বছরের নভেম্বরে অ্যাপল উন্মুক্ত করেছিল অ্যাপল ওয়াচের প্রথম মডেল WatchKit API । মূলত অ্যাপল ওয়াচের জন্য ডেভেলপারদের অ্যাপ ডেভেলপ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নিয়েছিল অ্যাপল। আর এই কিট ব্যবহার করে গ্যাজেটটির জন্য তৈরি করা হয়েছে প্রথম গেম।

'লেটারহেড' নামক এই ওয়ার্ড পাজল গেমটি তৈরি করেছে নিম্বল বিট। এই গেমে বিভিন্ন টপিকের উপর ভিত্তি করে শব্দ তৈরি করতে হয়। ৩x৩ গ্রিডের এই গেমে রয়েছে ২০০ পাজল।

স্মার্ট ওয়াচটির ছোট ডিসপ্লে যদিও গেম খেলার জন্য আদর্শ নয়, তবুও পাজল বা এই ধরণের কিছু গেম খেলতে খুব একটা সমস্যা হবে না। এছাড়া সম্প্রতি জানা গেছে, স্মার্টওয়াচটির ব্যাটারি লাইফ খুব একটা বেশি পাওয়া যাবে না। আর তাই গেম খেলার জন্য এটি কতটা আদর্শ হবে, সেটিই এখন দেখার বিষয়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.