অদ্ভুতুড়ে 2:29 AM

মানব শরীরের(Human body) কিছু অজানা তথ্য জানি এবং অন্যকেও জানাই।

Human body
 আমাদের শরীরের কিছু অজানা তথ্য
মানবদেহকে নিয়ে প্রতিটি যুগেই নানা গবেষণা করা হচ্ছে ঠিক তেমনটির ব্যতিক্রম ঘটেনি এ যুগেও আর প্রতিদিনের গবেষণায় বের হয়ে আসছে মানবদেহের নানা অজানা তথ্য। আর তাই দিন দিন মানবদেহের  সম্পর্কে মানুষের কৌতুহলের গতি যেন বেড়েই চলছে। আসুন এমনই কিছু অজানা তথ্য জানা যাকঃ-

১. আমাদের জন্ম ৩০০টি হাড় নিয়ে হলেও প্রাপ্ত বয়স্ক হলে এই হাড়ের সংখ্যা নেমে আসে ২০৬-এ।

২. আমাদের হৃদপিণ্ড ১০০ বার প্রতিদিন আমাদের দেহে রক্ত প্রবাহিত করছে।

৩. ১০০ বিলিয়ন এর বেশি নার্ভ সেল নিয়ে গঠিত আমাদের এই দেহ।

৪. একটি সমুদ্রে যে পরিমাণ লবণ আছে ঠিক সেই পরিমাণ লবণ নিয়ে গঠিত আমাদের এই মানবদেহ।

৫. ৫০০ টি লোমের সমন্বয়ে গঠিত আমাদের চোখের ভ্রূ ।

৬. আমাদের দেহের চোখের পাপড়ির বয়স ১৫০ বছর।

৭. সবসময় হাঁচি দেয়ার সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায়।

৮. আমাদের চোখ সবসময় একই আকারে থাকলেও কান ও নাক বয়সের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে।

৯. ৭ সেকেন্ডের মধ্যেই আমাদের মুখের খাওয়া পেটে পৌছে যায়।

১০. একটি পাথরের চেয়ে ৪ গুন বেশি শক্ত আমাদের দেহের হাড়।

১১. যে কোন খাবারের স্বাদ আমাদের মুখে ১০ দিন পর্যন্ত থাকে।

১২. শিশুদের মুখের স্বাদ প্রাপ্তবয়স্কদের হতে বেশি থাকে।

১৩. প্রত্যেকে হাঁটুর  ক্যাপ ছাড়াই জন্মগ্রহন করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায় না।

১৪. সকালে মানবদেহ যতটা লম্বা হয় রাতে তা হয় না।

১৫. বসন্ত কালে বাচ্চারা খুব দ্রুত লম্বা হয়।

১৬. ২৬  ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে গঠিত আমাদের মাথার খুলি।

১৭. আমাদের দেহের সবচেয়ে শক্তিশালি পেশি হলো জিভ।

১৮. একই পদার্থ দিয়ে গঠিত আমাদের হাতের নখ এবং মাথার চুল।

১৯. আমাদের হাঁচির সাথে সাথে শরীরের ভিতর সমস্ত কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিটও (আর এ কারণেই মুসলিম ধর্মাবলম্বীরা হাঁচির দেয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে থাকে)।

২০. সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬বার বাথরুমে যায়।

২১. ঘণ্টায় ১০০ মেইল বেগে মানুষ হাঁচি দিয়ে থাকে।

২২. মানুষ যে হাড়ের উপর নির্ভর করে বসে সে হাড়টি মানবদেহের সবচেয়ে বড় হাড়।

২৩. আর কানের হাড় হল সবচেয়ে ছোট ও নরম হাড়।

আশা করি এই পয়েন্টগুলোর অনেকগুলোই আমাদের আজানা ছিল যা এখন জানা হয়ে গেলো।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.