২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ফেসবুকের নীতিমালা এবং শর্তাবলী হালনাগাদ করা হচ্ছে এবং ব্যবহারকারিকে নতুন প্রাইভেসি পলিসির আওতায় নিয়ে আসা হবে।

বিগত বছরে ফেসবুকে নতুন ফিচার এবং কন্ট্রোল সিস্টেম আনা হয়েছিল। ফেসবুকের প্রধান গ্লোবাল প্রাইভেসি অফিসার এরিন এগান বলেন, হালনাগাদের ফলে ব্যবহারকারির অভিজ্ঞতা আরো ভালো হবে এবং ব্যবহারকারির তথ্য সংরক্ষণের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে।
একনজরে শর্তাবলী এবং নীতিমালা হালনাগাদের পরিবর্তনগুলো -
১. ফেসবুকে কোন পেমেন্টের জন্য পেমেন্ট টার্মে একমত হতে হবে।
২. কনটেন্ট, সুইপটেক ও অন্যান্য অফারের জন্য প্রমোশন গাইডলাইন থাকবে।
৩. ডেভলপার টার্মের উপস্থাপনা পরিবর্তন করা হবে।
৪. বিজ্ঞাপনদাতাদের জন্য বিশেষ বিধান রাখা হবে।
উল্লেখ্য, ফেসবুক এসব পরিবর্তনের আগে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে এবং ব্যবহারকারি রিভিউ ও কমেন্ট করার সুযোগ পাবেন।
Post a Comment