
শুধু এ-ই নয়, রিসার্চ জানাচ্ছে আরও কিছু চমকপ্রদ তথ্য৷ বি সাইজ বক্ষবন্ধনী ব্যবহার করা মহিলাদের ৭ শতাংশ, সি সাইজের মহিলাদের ১৭ শতাংশ এবং ডি সাইজের বক্ষবন্ধনী পরা মহিলাদের ৩৩ শতাংশ দামী গিফট, প্রসাধন সামগ্রী কেনা বা যখন-তখন বাজে জিনিস কিনে খরচা করতে দু’বার নাকি ভাবেন না৷
নামজাদা ই-কমার্স গ্রুপ আলিবাবার এই রিসার্চ জানাচ্ছে, কম মানে বি সাইজের বক্ষবন্ধনী ব্যবহার করা মহিলাদের ৬৫ শতাংশই নাকি সস্তার জিনিস কিনতে বেশি পছন্দ করেন৷ আর এদের তুলনায় সি সাইজের মহিলারা আর একটু বেশি দামি জিনিস কেনার দিকেই বেশি আগ্রহী৷ কেউ কেউ অবশ্য ব্যাপারটা একটু মজার চোখেই দেখেছেন৷ তাঁদের দৃঢ় বিশ্বাস, পার্সে কম টাকা থাকার জন্যই অনেক যুবতী বি সাইজের বক্ষবন্ধনী পরতেই মনেপ্রাণে ভালবাসেন৷ বোঝো কাণ্ড!
Post a Comment