ভারতীয় ছবি যতই সাহসী কিংবা সাবালক হয়ে উঠুক না কেন সেন্সর তার জায়গায় আজও যথেষ্ট কড়া৷যদিও তার যৌক্তিকতা নিয়ে প্রশ্নও আছে৷কাঁচি কি কেবল নির্দিষ্ট যৌনদৃশ্যে কিংবা অকথ্য গালাগালির ক্ষেত্রেই চালানো প্রয়োজন? অথচ দিনের পর দিন চরম কুরুচিকর একাধিক ছবি দেখতে বসে সহ্য করা যায় না এমন ছবিগুলো শুধুমাত্র গা গরম করা দৃশ্যের অভাবে অবাধে সেন্সরের ছাড়পত্র আদায় করে৷তবু সেন্সরের শংসাপত্র ছাড়া তো কোনও ছবি মুক্তিই সম্ভব নয়, হয় তাদের কথা মানতে হবে নয়তো বছরের পর বছর ক্যানবন্দি হয়ে পড়ে থাকবে পরিচালকের স্বপ্ন৷কিন্তু সেন্সরের চাপে পড়ে যে ছবিগুলি থেকে যৌন দৃশ্য বাদ দিতে বাধ্য হয়েছিলেন পরিচালকরা৷
১৷জিসম ২: সানি লিওনের ডেবিউ৷সঙ্গে চরম সেক্সি নায়ক রণদীপ হুডা৷বাকিটা কি আর বলার দরকার হয়?ছবিতে এমন কিছু উষ্ণ অন্তরঙ্গ যৌন দৃশ্য ছিল যা দেখে সেন্সরের কর্তাদের চোখ কপালে ওঠে৷অগত্যা ছবি থেকে তা বাদ দিতে হয়৷তাই তো দর্শকদের মুখে সিনেমা হলফেরত দারুণ আক্ষেপ করতে শোনা গিয়েছিল৷সানি ছিল বলে কত আশা করে এসেছিলাম৷কিন্তু সেগুড়ে বালি৷
২৷রাগিণী এমএমএস ২: এবার বিতর্কের কেন্দ্রে সানি৷এই ছবিতে সানির কিছু যৌনদৃশ্য নিয়ে চরম আপত্তি তুলল সেন্সর বোর্ড৷কিন্তু তারা বোধ হয় ভুলে গিয়েছিলেন সানি আনসেন্সরড দুনিয়ারই রানি৷তাঁর পক্ষে কিংবা পরিচালকের পক্ষে রেখে ঢেকে তো কিছু করাই অসম্ভব৷যাই হোক অনেক দৃশ্য বাদ দিয়ে ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়৷
৩৷শুটআউট অ্যাট ওয়াডলা: ছবিটিতে জন আব্রাহাম এবং কঙ্গনা রানাওয়াতের উত্তেজক শয্যাদৃশ্য দেখেই দর্শকের মধ্যে শিহরন খেলে গিয়েছল৷কিন্তু তাঁরা কি জানেন এর থেকেও ভয়ঙ্কর কিছু শুট করা হয়েছিল৷দীর্ঘক্ষণের এবং নানারকম ফোরপ্ল-এর দৃশ্য সম্বলিত এই সিকোয়েন্সটির প্রয়োজনীয় জায়গাগুলো কেটে বাদ দিয়ে এটিকে ছোট করা হয়৷
৪৷দেড় ইশকিয়া: ‘ইশকিয়া’-এর এই সিকুয়েল ছবিটিতে একটি দৃশ্যে অভিনেতা আরশাদ ওয়ারদি
যৌনপল্লীতে প্রবেশ করার কিছু শারীরিক প্রতিক্রিয়া দেখান৷সেটিতেই আপত্তি করে সেন্সর বোর্ড৷বিশাল ভরদ্বাজের ছবিটি থেকে দৃশ্যটি বাদ দিলে সেটি মুক্তি পায়৷
৫৷মিস লাভলি: অসীম আলুওয়ালিয়ার এই ছবি দেশ-বিদেশের একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহুল প্রশংসিত হলেও বাণিজ্যিক মুক্তির সময়ই সেন্সরের কড়া নজরে পড়ে৷বলিউডের বিগ্রেড ছবির দুনিয়া নিয়ে তৈরি এই সিনেমার একাধিক দৃশ্যতেই আপত্তি করে সেন্সর৷ছবির প্রচুর দৃশ্য বাদ দেওয়া হয়৷যদিও পরিচালকের দাবি ছিল, এত দৃশ্য কেটে দেওয়ায় ছবির আসল বক্তব্যটাই হারিয়ে গিয়েছিল৷
৬৷সাহেব বিবি অউর গ্যাংস্টার: তিগমাংশু ধুলিয়ার এই ছবিতে রণদীপ হুডা ও মাহি গিলের একাধিক শয্যাদৃশ্যে কাঁচি চলে৷এর পাশাপাশি এই ছবির আরও এক জুটি জিম্মি শেরগিল ও শ্রেয়া নারায়ণের কিছু ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য ছিল৷সেগুলিও সেন্সরের আপত্তিতে শেষ অবধি বাদ দিয়েই প্রেক্ষাগৃহে মুক্তি পায়৷
৭৷জিন্দগি ৫০-৫০: বিতর্কিত মডেল ও অভিনেত্রী বীণা মালিকের এই ছবিটি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল৷ছবিতে তিনি এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন৷ফলে এরকম দৃশ্য তো অবশ্যই সঙ্গত৷সেসব মেনেই সেন্সরের হস্তক্ষেপে কিছু দৃশ্য বাদ দিয়ে ‘এ’ সার্টিফিকেট দিয়ে ছবিটি ছাড়া হয়৷
৮৷মার্ডার: অনুরাগ বসু পরিচালিত বেশ কিছু বছরের আগেকার ছবি সেই সময়ে উদ্দাম যৌনদৃশ্যের জন্য ঝড় তুলেছিল৷সেন্সরের কথা মেনে ছবিতে মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাসমির কিছু যৌনদৃশ্য বাদ দেওয়া হয়৷
৯৷রাজ ৩: এই ছবিতে ইমরান হাসমি ও বিপাশা বসুর দুর্দান্ত উত্তেজক দৃশ্য নিয়ে সেন্সর স্বাভাবিকভাবেই আপত্তি তুলল৷ছবি মুক্তির স্বার্থে ছবিটি থেকে এই দৃশ্যগুলো বাদও দেওয়া হল৷
১০৷হিরোইন: নায়িকার জীবনে ক্ষোভ, হতাশা, খ্যাতি, উচ্চাকাঙ্খা, বিতর্ক এসব নিয়েই মধুরের এই ছবি৷করিনা এবং অর্জুন রামপালের কিছু ঘনিষ্ঠ শয্যাদৃশ্য নিয়ে সেন্সর আপত্তি তুললে সেগুলি কেটে দৃশ্যের সময়সীমা কমিয়ে দেওয়া হয়৷
১৷জিসম ২: সানি লিওনের ডেবিউ৷সঙ্গে চরম সেক্সি নায়ক রণদীপ হুডা৷বাকিটা কি আর বলার দরকার হয়?ছবিতে এমন কিছু উষ্ণ অন্তরঙ্গ যৌন দৃশ্য ছিল যা দেখে সেন্সরের কর্তাদের চোখ কপালে ওঠে৷অগত্যা ছবি থেকে তা বাদ দিতে হয়৷তাই তো দর্শকদের মুখে সিনেমা হলফেরত দারুণ আক্ষেপ করতে শোনা গিয়েছিল৷সানি ছিল বলে কত আশা করে এসেছিলাম৷কিন্তু সেগুড়ে বালি৷
২৷রাগিণী এমএমএস ২: এবার বিতর্কের কেন্দ্রে সানি৷এই ছবিতে সানির কিছু যৌনদৃশ্য নিয়ে চরম আপত্তি তুলল সেন্সর বোর্ড৷কিন্তু তারা বোধ হয় ভুলে গিয়েছিলেন সানি আনসেন্সরড দুনিয়ারই রানি৷তাঁর পক্ষে কিংবা পরিচালকের পক্ষে রেখে ঢেকে তো কিছু করাই অসম্ভব৷যাই হোক অনেক দৃশ্য বাদ দিয়ে ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়৷
৩৷শুটআউট অ্যাট ওয়াডলা: ছবিটিতে জন আব্রাহাম এবং কঙ্গনা রানাওয়াতের উত্তেজক শয্যাদৃশ্য দেখেই দর্শকের মধ্যে শিহরন খেলে গিয়েছল৷কিন্তু তাঁরা কি জানেন এর থেকেও ভয়ঙ্কর কিছু শুট করা হয়েছিল৷দীর্ঘক্ষণের এবং নানারকম ফোরপ্ল-এর দৃশ্য সম্বলিত এই সিকোয়েন্সটির প্রয়োজনীয় জায়গাগুলো কেটে বাদ দিয়ে এটিকে ছোট করা হয়৷
৪৷দেড় ইশকিয়া: ‘ইশকিয়া’-এর এই সিকুয়েল ছবিটিতে একটি দৃশ্যে অভিনেতা আরশাদ ওয়ারদি
যৌনপল্লীতে প্রবেশ করার কিছু শারীরিক প্রতিক্রিয়া দেখান৷সেটিতেই আপত্তি করে সেন্সর বোর্ড৷বিশাল ভরদ্বাজের ছবিটি থেকে দৃশ্যটি বাদ দিলে সেটি মুক্তি পায়৷
৫৷মিস লাভলি: অসীম আলুওয়ালিয়ার এই ছবি দেশ-বিদেশের একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহুল প্রশংসিত হলেও বাণিজ্যিক মুক্তির সময়ই সেন্সরের কড়া নজরে পড়ে৷বলিউডের বিগ্রেড ছবির দুনিয়া নিয়ে তৈরি এই সিনেমার একাধিক দৃশ্যতেই আপত্তি করে সেন্সর৷ছবির প্রচুর দৃশ্য বাদ দেওয়া হয়৷যদিও পরিচালকের দাবি ছিল, এত দৃশ্য কেটে দেওয়ায় ছবির আসল বক্তব্যটাই হারিয়ে গিয়েছিল৷
৬৷সাহেব বিবি অউর গ্যাংস্টার: তিগমাংশু ধুলিয়ার এই ছবিতে রণদীপ হুডা ও মাহি গিলের একাধিক শয্যাদৃশ্যে কাঁচি চলে৷এর পাশাপাশি এই ছবির আরও এক জুটি জিম্মি শেরগিল ও শ্রেয়া নারায়ণের কিছু ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য ছিল৷সেগুলিও সেন্সরের আপত্তিতে শেষ অবধি বাদ দিয়েই প্রেক্ষাগৃহে মুক্তি পায়৷
৭৷জিন্দগি ৫০-৫০: বিতর্কিত মডেল ও অভিনেত্রী বীণা মালিকের এই ছবিটি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল৷ছবিতে তিনি এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন৷ফলে এরকম দৃশ্য তো অবশ্যই সঙ্গত৷সেসব মেনেই সেন্সরের হস্তক্ষেপে কিছু দৃশ্য বাদ দিয়ে ‘এ’ সার্টিফিকেট দিয়ে ছবিটি ছাড়া হয়৷
৮৷মার্ডার: অনুরাগ বসু পরিচালিত বেশ কিছু বছরের আগেকার ছবি সেই সময়ে উদ্দাম যৌনদৃশ্যের জন্য ঝড় তুলেছিল৷সেন্সরের কথা মেনে ছবিতে মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাসমির কিছু যৌনদৃশ্য বাদ দেওয়া হয়৷
৯৷রাজ ৩: এই ছবিতে ইমরান হাসমি ও বিপাশা বসুর দুর্দান্ত উত্তেজক দৃশ্য নিয়ে সেন্সর স্বাভাবিকভাবেই আপত্তি তুলল৷ছবি মুক্তির স্বার্থে ছবিটি থেকে এই দৃশ্যগুলো বাদও দেওয়া হল৷
১০৷হিরোইন: নায়িকার জীবনে ক্ষোভ, হতাশা, খ্যাতি, উচ্চাকাঙ্খা, বিতর্ক এসব নিয়েই মধুরের এই ছবি৷করিনা এবং অর্জুন রামপালের কিছু ঘনিষ্ঠ শয্যাদৃশ্য নিয়ে সেন্সর আপত্তি তুললে সেগুলি কেটে দৃশ্যের সময়সীমা কমিয়ে দেওয়া হয়৷
Post a Comment