অদ্ভুতুড়ে 5:29 AM

বিশ্বের দামী সার্চ এঞ্জিন YAHOO! ebar বড় অঙ্কের অর্থ জরিমানার মুখোমুখি হয়েছে। মেক্সিকান আদালত ইয়াহুকে ২৭০ কোটি ডলারের এ জরিমানা করেছে। CNN সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এ শীর্ষ প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গের দায়ে এ জরিমানার তোপে পড়েছে। এরই মধ্যে ৪৯তম সিভিল কোর্ট মেক্সিকোর ফেডারেল দায়রা জজ এ রায় ঘোষণা করেছে।
ইয়েলো পেজে তথ্যের ব্যবহারিক চুক্তি না মানায় এবং মুনাফার হিসাবে গড়মিল থাকায় এত বড় অঙ্কের অর্থ জরিমানা গুণতে হবে ইয়াহুকে। তবে স্বনাখ্যাত এসব প্রতিষ্ঠানের এ ধরনের জরিমানার ফলে ভোক্তা স্বার্থের দিকটি আরও সুনিশ্চিত হবে। এমনটাই বলেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.