 |
মাইক্রোসফট কোম্পানির Windows 10 এর ঘোষণা !!! |
হেডলাইন দেখে আবাক হলেন? যি আপনি সঠিক দেখছেন। মাইক্রোসফট ‘Windows 10’ এর যাত্রা শুরু করেছে। মাইক্রোসফট Windows৯ না এনে সরাসরি Windows 10 আনার এ ঘোষণা দিয়েছে। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট সব ডিভাইসের সঙ্গে কম্পিটেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘Windows 10’ উন্মোচন করলো।
 |
মাইক্রোসফট কোম্পানির Windows 10 এর ঘোষণা !!! |
গতকাল যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে গণমাধ্যম কর্মীদের পরিচয় করিয়ে দেন কোম্পানিটির অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের ডিভাইসেই Windows 10 সংস্করণটি চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে।
Windows 8 এ স্টার্ট মেনু না থাকলেও এবার Windows 10 এ তা ফিরে এসেছে। এতে যুক্ত হয়েছে মাল্টিপল ডেস্কটপ, টাস্ক ভিউয়ের মতো আরো বেশ কিছু নতুন ফিচার। এদিকে মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি কখন বাজারে আসছে এ বিষয়ে কিছু জানা যায়নি।
Post a Comment