 |
ইংলিশ গ্রামাটিক্যাল ভুল সংশোধন করে নিন সফটওয়্যার এর মাধ্যমে। |
সাধারণত যারা অনলাইনে বেশী বেশী লেখালেখির কাজগুলো করেন, যেমনঃ ব্লগিং, ফোরাম পোষ্টিং, আর্টিকেল রাইটিং ইত্যাদি তাদের অনেককেই দেখা যায় গ্রামাটিক্যাল ভুলগুলোর ব্যাপারে ভীষণ ভয় কাজ করে। একারণে অনেকেই কাজ করা পর্যন্ত ছেড়ে দেয়।
সাধারণ একজন অনলাইন রাইটার মনে মনে ভেবে থাকেন যদি গ্রামাটিক্যাল সমস্যা সমাধানের একটি সফটওয়্যার থাক্ত তাহলে ভালোই হোত। আসলেই কি তেমন কোন সফটওয়্যার আছে?
যি আসলেই এমন অনেক সফটওয়্যার আছে। যার মাধ্যমে আপনিও গ্রামাটিক্যাল ভুলগুলো শুদ্ধ করতে পারবেন!সফটওয়্যারটি ইন্সটল করে ইংলিশ আর্টিকেলটি ছেরে দিলেই তা সংশোধন হয়ে যাবে।এর সাথে sentence Repurchaseও করা যায়।
সফ্টওয়্যারটির নাম হচ্ছে = Ginger,
সাইজ=796 KB (Online installer)।
Post a Comment