অদ্ভুতুড়ে 1:54 AM

সাম্প্রতিক একটি গবেষণায় উল্যেক্ষ যে, প্রতিদিন হ্যাক হচ্ছে প্রায় ৬ লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট । অনেককেই যার দরুন ভুগতে হচ্ছে । এমনটি কেন হচ্ছে? কিভাবে মুক্তি পাওয়া যাবে এর থেকে? অনেক সহজ মুক্তি পাওয়া, তবে এই জন্য দরকার আপনার বাড়তি কিছু সিকিউরিটি আর একটু সচেতনতা। 

হ্যাকিং থেকে বাঁচান আপনার FACEBOOK অ্যাকাউন্টটিকে      সাম্প্রতিক একটি গবেষণায় উল্যেক্ষ যে, প্রতিদিন হ্যাক হচ্ছে প্রায় ৬ লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট । অনেককেই যার দরুন ভুগতে হচ্ছে । এমনটি কেন হচ্ছে? কিভাবে মুক্তি পাওয়া যাবে এর থেকে? অনেক সহজ মুক্তি পাওয়া, তবে এই জন্য দরকার আপনার বাড়তি কিছু সিকিউরিটি আর একটু সচেতনতা।   এবার চলুন দেখে নেওয়া যাক নিজের অ্যাকাউন্টটি নিরাপদ রাখার জন্য কিছু টিপসঃ   • প্রথমেই আপনি আপনার একাউন্টটির জন্য এমন একটি পাসওয়ার্ড নির্বাচন করুণ যা অন্তত ৬ অক্ষরের হবে। অক্ষর এবং ডিজিটের সমন্বয়ে হলে ভাল হবে। তবে এই ক্ষেত্রে পাসওয়ার্ডটি আরও বেশি নিরাপদ হবে যদি আপনি স্মল এবং ক্যাপিটাল লেটার একই সাথে ব্যবহার করেন। খেয়াল রাখবেন আপনি অন্য ইমেইল আইডি বা অ্যাকাউন্ট এর ক্ষেত্রে এই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন না।  • সন্দেহজনক মনে হলে কোন লিংকে ক্লিক করবেন না। এমন কি সেটা যদি আপনার কোনো পরিচিত কোনো কোম্পানি হয় বা ফ্রেন্ডের হয় তারপরও এইসব লিংকে ক্লিক করা থেকে নিজেকে যতটা পারেন বিরত রাখুন।  • যদি আপনার কোনো ফ্রেন্ড ভুলবশত স্প্যাম লিংক এ ক্লিক করে এবং তা আপনার টাইম লাইন এ আসে এবং আপনাকে ট্যাগ করে তবে অবশ্যই এইসব পোস্ট রিপোর্ট করুন। কিভাবে রিপোর্ট করবেন তার লিংক নিচে দেয়া হল - https://www.facebook.com/help/181495968648557  • অবশ্যই অপরিচিত কাউকে আপনার বন্ধু বানাবেন না। এমন অনেক হ্যাকার আছে যারা আপনার বন্ধু হয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে এবং এতে আপনার আসল বন্ধুরাও ক্ষতিগ্রস্ত হতে পারে।  • কখনোই কাউকে নিজের পাসওয়ার্ড দিবেন না। এমন অনেক মানুষ আছে যারা আপনার পাসওয়ার্ড নিয়ে আপনার পার্সোনাল ছবি বা মেসেজ নিয়ে আপনাকে অপদস্থ করতে পারে।  • Facebook ব্যাবহার শেষে নিজের অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে ভুলবেন না।  • লগইন এপ্রুভাল ব্যবহার করতে পারেন, তাহলে যদি কেউ আপনার অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইস থেকে প্রবেশ করে তবে আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। লগ ইন এপ্রুভাল কিভাবে করবেন তার লিংক নিচে দেওয়া হল- https://www.facebook.com/help/148233965247823

 

এবার চলুন দেখে নেওয়া যাক নিজের অ্যাকাউন্টটি নিরাপদ রাখার জন্য কিছু টিপসঃ

• প্রথমেই আপনি আপনার একাউন্টটির জন্য এমন একটি পাসওয়ার্ড নির্বাচন করুণ যা অন্তত ৬ অক্ষরের হবে। অক্ষর এবং ডিজিটের সমন্বয়ে হলে ভাল হবে। তবে এই ক্ষেত্রে পাসওয়ার্ডটি আরও বেশি নিরাপদ হবে যদি আপনি স্মল এবং ক্যাপিটাল লেটার একই সাথে ব্যবহার করেন। খেয়াল রাখবেন আপনি অন্য ইমেইল আইডি বা অ্যাকাউন্ট এর ক্ষেত্রে এই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন না।

• সন্দেহজনক মনে হলে কোন লিংকে ক্লিক করবেন না। এমন কি সেটা যদি আপনার কোনো পরিচিত কোনো কোম্পানি হয় বা ফ্রেন্ডের হয় তারপরও এইসব লিংকে ক্লিক করা থেকে নিজেকে যতটা পারেন বিরত রাখুন।

• যদি আপনার কোনো ফ্রেন্ড ভুলবশত স্প্যাম লিংক এ ক্লিক করে এবং তা আপনার টাইম লাইন এ আসে এবং আপনাকে ট্যাগ করে তবে অবশ্যই এইসব পোস্ট রিপোর্ট করুন। কিভাবে রিপোর্ট করবেন তার লিংক নিচে দেয়া হল -
https://www.facebook.com/help/181495968648557

• অবশ্যই অপরিচিত কাউকে আপনার বন্ধু বানাবেন না। এমন অনেক হ্যাকার আছে যারা আপনার বন্ধু হয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে এবং এতে আপনার আসল বন্ধুরাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

• কখনোই কাউকে নিজের পাসওয়ার্ড দিবেন না। এমন অনেক মানুষ আছে যারা আপনার পাসওয়ার্ড নিয়ে আপনার পার্সোনাল ছবি বা মেসেজ নিয়ে আপনাকে অপদস্থ করতে পারে।

• Facebook ব্যাবহার শেষে নিজের অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে ভুলবেন না।

• লগইন এপ্রুভাল ব্যবহার করতে পারেন, তাহলে যদি কেউ আপনার অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইস থেকে প্রবেশ করে তবে আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। লগ ইন এপ্রুভাল কিভাবে করবেন তার লিংক নিচে দেওয়া হল-
https://www.facebook.com/help/148233965247823

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.