অদ্ভুতুড়ে 12:57 AM



মার্সিডিজ বেঞ্জ নুতুন চালক বিহীন অটোমেটিক ট্রাক তৈরি করছে যা কিনা ২০২৫ সাল নাগাদ রাস্তায় দেখতে পাওয়া যাবে । 



আসুন এই অত্যাধুনিক অটোমেটিক ট্রাক এর কিছু ফিচার জেনে নেই :

১. ট্রাক টিতে রাডার এবং ক্যামেরা ব্যাবহার করা হয়েছে অটোমেটিক চলার জন্য । এই পদ্ধতিকে তারা বলছে হাইওয়ে পাইলট । 

২. একটি ট্যাবলেট পিসি দিয়ে খুব সহজে এটি নিয়ন্ত্রণ করা যাবে । 

৩. তিন রঙের এল ই ডি লাইট ব্যাবহার কর হয়েছে ট্রাক-এ । সাদা এল ই ডি লাইট এর অর্থ ইঞ্জিন চালু আছে, নীল এল ই ডি লাইট এর মানে ড্রাইভার ট্রাক চালাচ্ছে এবং কমলা এল ই ডি লাইট তখনই জ্বলবে যখন ট্রাক অটোমেটিক চলতে থাকবে ।

৪. এর ভিতরের কেবিন হবে কাঠের তৈরি । 

৫. কেবিন এর মধ্যেই বিশ্রাম নেবার জন্য আলাদা করে সুব্যাবস্থা রাখা হয়েছে ।

৬. হেলান দেওয়া চেয়ার ব্যাবহার করা হয়েছে ড্রাইভার এর সিট এর জন্য । 

নিচে ফাঁশ হয়ে যাওয়া কিছু ছবি দেখুন -














Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.