যখনি কেউ আপনাকে বলে "সমুদ্র সৈকত" এর কথা আপনি সম্ভবত হলুদ বা সাদা বালি, সমুদ্রের তরঙ্গ, উজ্জ্বল সূর্যা এবং একটি বিশাল ঢেউ বা সুস্বাদু সমুদ্র স্নানের কথা মনে করেন। কিন্তু রহস্যময় এই পৃথিবীর এমন কিছু রহস্যময় সমুদ্র সৈকত রয়েছে যা আমাদের কিছু চিন্তাকেও হার মানাবে, আশা থেকে হতে পারে অনেক বেশী।
এমনি একটি অবিশ্বাস্য "সমুদ্র সৈকত" এর নাম "Jokulsarlon, Iceland" বা কাঁচের সৈকত। শুধু পাথর কিংবা বালি কেন গ্লাসে ঘেরাও যে হতে পারে সমুদ্র সৈকত তা আমি কখনও ভাবতেও পারিনি! কতটা সুন্হদর হতে পারে সে দৃশ্য তা ভাবতেও কস্ট হয়। ভাগ্য থাকে অবশ্যই একবার বেড়িয়ে আসব! ধারাবাহিক ভাবে আমাদের প্রজুক্তির পাতায় প্রতিদিন থাকবে সেই সকল "সমুদ্র সৈকত" এর কথা।
Jokulsarlon, Iceland কাঁচের বীচ নামে পরিচিত হলেও বাস্তবে কাঁচের মত টুকরাগুলো আসলে পানির বাঁধা জমাট বরফের। তবে সাধারন বরফের সাথে এর পার্থক্য হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতার কারনেই মূলত এই বরফগুলোকে কাঁচ মনে হয়।
রহস্যময় এই পৃথিবীর এমন কিছু রহস্যময় সমুদ্র সৈকত রয়েছে যা আমাদের কিছু চিন্তাকেও হার মানাবে, আশা থেকে হতে পারে অনেক বেশী।
![]() |
Jokulsarlon, Iceland গ্লাসের তৈরি "সমুদ্র সৈকত" - যা আপনার চিন্তাকেও হার মানাবে। |
Post a Comment