অদ্ভুতুড়ে 9:01 AM

Drone নিয়ে এবার জোরেশোরে পরিকল্পনা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম facebook.com। প্রতিষ্ঠানটি চাইছে, ইন্টারনেট সুবিধা বঞ্চিত মানুষের কাছে এর মাধ্যমে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে।

Drone নিয়ে এবার জোরেশোরে পরিকল্পনা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম facebook.com। প্রতিষ্ঠানটি চাইছে, ইন্টারনেট সুবিধা বঞ্চিত মানুষের কাছে এর মাধ্যমে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে।


এই drone আকাশে ৬০ থেকে ৯০ হাজার ফুট উচ্চতায় অবস্থান করবে। ম্যাগুয়ার আশা প্রকাশ করে বলেন, ২০১৫ সালের মধ্যেই এর একটি সংস্করণ নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করবে facebook.com।

এই drone আকাশে ৬০ থেকে ৯০ হাজার ফুট উচ্চতায় অবস্থান করবে। ম্যাগুয়ার আশা প্রকাশ করে বলেন, ২০১৫ সালের মধ্যেই এর একটি সংস্করণ নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করবে facebook.com।

তবে এবার জানা গেলো, এই কাজে বোয়িং ৭৪৭ বিমানের মত বৃহদাকার drone ব্যবহার করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বিবিসি সূত্রে জানা গিয়েছে, নিউইয়র্কে অনুষ্ঠিত সোশাল গোল্ড সামিট ২০১৪-তে এই বিষয়ে বিভিন্ন তথ্য জানান প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা ইয়েল ম্যাগুয়ার। তিনি জানান, এই সুবিধা চালু হলে যেমন ইন্টারনেট দুনিয়ায় মানুষের বিচরন আরও বাড়বে, তেমনিভাবে বৃদ্ধি পাবে মানুষের কর্মসংস্থানও।

এবার সরাসরি facebook.com  দিবে ফ্রি ইন্টারনেটের সুবিধা!
এবার সরাসরি facebook.com  দিবে ফ্রি ইন্টারনেটের সুবিধা!

তিনি আরও জানান, এই drone আকারে অনেক বড় হলেও ওজনের দিক থেকে হালকা হবে। আর এগুলো চালাতে ব্যবহার করা হবে সৌরশক্তি। ফলে টানা কয়েকমাস ধরে অনবরত চলতে পারবে এগুলো। facebook.comের কানেক্টিভিটি ল্যাব এই বিষয়টি নিয়ে কাজ করছে। বর্তমানে এই ড্রোনের একটি মডেল নিয়ে কাজ করছে facebook.com। ম্যাগুয়ার জানান, এর দৈর্ঘ্য সাতটি টয়োটা প্রিয়াস গাড়ির সমান। তবে মজার ব্যাপার হল, এর ওজন একই গাড়ির মাত্র চারটি টায়ারের সমান।

Drone নিয়ে এবার জোরেশোরে পরিকল্পনা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম facebook.com। প্রতিষ্ঠানটি চাইছে, ইন্টারনেট সুবিধা বঞ্চিত মানুষের কাছে এর মাধ্যমে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে।

Drone নিয়ে এবার জোরেশোরে পরিকল্পনা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম facebook.com। প্রতিষ্ঠানটি চাইছে, ইন্টারনেট সুবিধা বঞ্চিত মানুষের কাছে এর মাধ্যমে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে।



Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.