আপনার চারপাশ নীল রংয়ে আবৃত্ত ভাবুনতো ব্যাপারটা কেমন
আপনার চারপাশ নীল রংয়ে আবৃত্ত ভাবুনতো ব্যাপারটা কেমন হবে, আর যদি একটি শহর হয় নীল রংয়ের তাহলে কি অবাক হবেন না?? হ্যাঁ সে রকম একটি শহর হচ্ছে- চেইফচাউয়েন উত্তর মরোক্কোর একটি ছোট্ট শহর। শহরটির রয়েছে সমৃদ্ধ ইতিহাস, মনোরম প্রকৃতি এবং চমৎকার সব স্থাপত্যে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পুরাতন শহরের দিকে অনেকগুলো নীল দেয়ালের বাড়ি। ইহুদিরা বিশ্বাস করে নীল যেহেতু আকাশের রঙ, সেহেতু স্বর্গের রঙও নীল; আর ১৯৩০ সালে ইহুদি শরণার্থীরা এই শহরে আসে। তারাই প্রথম বাড়ির দেয়ালে নীলরঙ করা শুরু করে। স্থানীয় অধিবাসীরা মনে করে নীল রঙের দেয়ালের কারণে তারা মশার উৎপাত থেকে সুরক্ষিত। বাড়িগুলো দেয়ালের রঙ নীল হওয়ার কারণ যাই হোক না কেন, বাড়িগুলোর নীল দেয়াল পর্যটকদের আকৃষ্ট করে। পর্যটকরা এইসব বাড়ি-ঘরের সরু রাস্তা দিয়ে হাঁটতে পছন্দ করে আর ক্যামেরায় তোলে নেয় চমৎকার দৃশ্যগুলো। আসুন দেখা যাক ছোট্ট শহরের নীল বাড়িগুলোর অসাধারণ সুন্দর কিছু ছবি:
চেইফচাউয়েন শহরের নীলদেয়ালের বাড়িগুলোর এক অধিবাসী। তবে বন্ধ জানালা দেখে মনে হয়, যেন ছবির জন্যই তৈরি হয়ে আছে এই বাড়িগুলো।
নীল দেয়ালের বাড়িঘরের বিড়ালের রঙ কেমন হওয়া উচিত? এটা বিড়াল বোঝেনি বোধ হয়। কালো বিড়ালটি উঁকি দিয়ে দেখছে ফটোগ্রাফারকে।
নানা রঙের টবে লাগানো সবুজ গাছগুলোও যেন এই ছবি হওয়ার জন্য সবুজ হয়ে আছে।
সদর দরজার রঙ নীল হলেও দেয়ালের কিছুটা জুড়ে রয়েছে চমৎকার কারুকাজ করা টাইলস।
নানা ডিজাইনের দরজা। বিভিন্ন কারুকাজ।
ওখানকার দোকনগুলোও কেমন ছিমছাম, গুছানো। রঙের দোকান।
শুধু দেয়ালের রঙই নীল না, অধিবাসীদের পোশাকের রঙও নীল!
Post a Comment