হীরের গহনা আজকাল বেশ সহজলভ্য। কমপক্ষে নাকফুল বা আংটি তো প্রায় সবারই সংগ্রহে আছে। আর যেহেতু ত্বকের সাথে এই রত্নটির কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় না।, তাই সবাই এটি গহনায় পরতে পারেন অনায়াসেই। আর গহনার একটুখানি হীরের ঝলক মানেই অন্যরকম এক আভিজাত্যের প্রকাশ!কিন্তু হীরের গহনা নতুন অবস্থায় যতটা সুন্দর দেখায়, কিছুদিন পরেই এর উজ্জ্বলতা কেমন যেন ম্লান হয়ে যেতে থাকে। অথচ কিছু টিপস অনুসরণ করেই কিন্তু আপনি হীরের গহনাকে রাখতে পারেন সব সময় নতুনের মতন।

জেনে নিন আপনার প্রিয় হীরের গহনা চিরনতুন রাখার সহজ কিছু টিপস।
১। ঘষামাজার কাজের সময় হীরের গয়না খুলে রাখুনঃ
হীরে নিঃসন্দেহে একটি কঠিন পদার্থ। তাই সহজে না ভাঙ্গলেও এর উপরে স্ক্র্যাচ পড়ে এর সৌন্দর্য নষ্ট হতে পারে। তাই। ঘষামাজা টাইপের কাজ করার সময় হাতের হীরের আংটি বা চুড়িটি খুলে রাখুন।
২। হীরের গয়না রাখুন আলাদা, টিস্যু পেপারে মুড়িয়েঃ
অন্যান্য গহনার সাথে হীরের গয়না রাখলে অন্য গহনার ঘষা লেগে এতে দাগ পড়তে পারে। তাই টিস্যু পেপারে মুড়িয়ে আলাদা গয়নার বাক্সে রাখুন।
৩। নিয়মিত চেক করুন হীরের গয়নার সেটিং :
নিয়মিত খেয়াল করে দেখুন গহনায় হীরের সেটিং ঠিক আছে কিনা, কোনটি আলগা হয়ে যেতে শুরু করলেই পেশাদার গয়না তৈরীর দোকানে গিয়ে ঠিক করে আনুন। নয়তো হীরে খুলে গিয়ে গহনাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।
৪। যত্নে রাখুন গ্যারান্টির কাগজটিঃ
হীরের গহন আকেনার সময় যে গ্যারান্টি বা ওয়ারেন্টির কাগজ দেয়া হয়, তা খুব যত্ন করে রাকুন। কেননা এতে নির্দিষ্ট সময় পর্যন্ত গহনার কোন সমস্যা হলে তা ফ্রীতেই সারিয়ে নিতে পারবেন।
৫। হীরার গহনা পরিষ্কারের নিয়মঃ
হীরার গহনায় সাধারণত ত্বক থেকে ময়লা, তেল লেগে কিছুদিন পর পরই অনুজ্জ্বল হয়ে যায়। সেক্ষেত্রে হীরার গয়না পরিস্কারের ক্ষেত্রে সতর্ক থাকুন। এমোনিয়া যুক্ত কোন হালকা গ্লাস ক্লিনারে ভিজিয়ে রাখুন ঘন্টাখানেক। এরপর একটি নরম ব্রিসলযুক্ত টুথব্রাশ নিয়ে কিছুক্ষণ আলতো করে ঘষুন। এতে হীরে সহজেই পরিস্কার ও উজ্জ্বল হয়ে উঠবে। কোনভাবেই ডিটারজেন্ট বা ক্লোরিনে ডুবিয়ে রাখবেন না, এতে হীরার রঙ চিরতরেই নষ্ট হয়ে যেতে পারে।
৬। গহনা থেকে খুলে যাওয়া হীরা কী করবেন?
গহনা থেকে খুলে যাওয়া হীরা যেমন তেমন ভাবে গহনার বাক্সে ফেলে রাখবেন না। এতে দাগ পড়ে যাওয়া সহ হীরা অনুজ্জ্বল হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে। তাই গহনা থেকে খুলে যাওয়া হীরাও যত্ন করে টিস্যু পেপারে মুড়িয়ে সংরক্ষণ করুন। এতে পরবর্তীতে আবার গহনার লাগিয়ে ব্যবহার করা সম্ভব হবে।
৭। গোসলের আগে খুলে রাখুনঃ
গোসলের আগে হীরের আংটি, চুড়ি, লকেট যাই হোক না কেন খুলে রাখুন। কেননা ক্ষারীয় শ্যাম্পু বা সাবানের সংস্পর্শে এসে এটি অনুজ্জ্বল হয়ে যেতে পারে। তবে গহনা খুলে বাথরুমে বা বেসিনের পাশে রাখবেন না। সহজেই হারিয়ে যেতে পারে। নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস গড়ে তুলুন।
আপনার হীরের গহনাটি থাকুন নক্ষত্রের মতই উজ্জ্বল, সবসময়। সুন্দর থাকুক হীরের গহনা, সুন্দর থাকুন আপনি!

Post a Comment