আমাদের চেষ্টা থাকে টিপস বিভাগে এমন কিছু কৌশল উপস্থাপন করবার, যা কিনা নিত্যদিনের আপনাদের খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।
মশা - অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা পোকা। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে একে শাপশাপান্ত করেননি, এমন মানুষ বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। মশার কারণে বিভিন্ন রোগও ছড়ায় দ্রুত। নচ্ছাড় মশার কামড় থেকে বাঁচতে চান? তাহলে জেনে নিন দুটি উপায়।
বেশি করে ক্ষারীয় সবজি খান। আপনার শরীরে ও রক্তে ক্ষার থাকলে মশা আপনাকে সহজে কামড়াবে না। আর যদিও কামড় দেয়ও তাহলে সেটি থেকে চুলকানি হবে না। কমলার খোসা শুকিয়ে সংরক্ষণ করুন এবং ঘরের ভেতর জ্বালান। এতে মশা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ঘরের দুর্গন্ধও দূর হবে। :)
বেশি করে ক্ষারীয় সবজি খান। আপনার শরীরে ও রক্তে ক্ষার থাকলে মশা আপনাকে সহজে কামড়াবে না। আর যদিও কামড় দেয়ও তাহলে সেটি থেকে চুলকানি হবে না। কমলার খোসা শুকিয়ে সংরক্ষণ করুন এবং ঘরের ভেতর জ্বালান। এতে মশা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ঘরের দুর্গন্ধও দূর হবে। :)

Post a Comment