 |
| ALS আইস বাকেট চ্যালেঞ্জে ৯ টেক এক্সিকিউটিভক্যাপশন যুক্ত করুন |
আইস বাকেট চ্যালেঞ্জ সারা পৃথিবীতে আলোড়ন চলছে । বৃদ্ধ থেকে তরুন কেউ বাদ যাচ্ছে না এই চ্যালেঞ্জ থেকে । সাথে সাথে বিশ্বের তাবৎ সব সেলিব্রেটি দের মধ্যে শুরু হয়েছে আইস বাকেট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের সূচনা করেছে যুক্তরাষ্ট্রের অ্যামাইওট্রোফিক ল্যাটেরাল স্কেলরোসিস, ALS (এএলএস) অ্যাসোসিয়েশন। এ প্রতিষ্ঠানটি (ALS) পৃথিবী ব্যাপী দূরারোগ্য ব্যাধির সাহাযার্থে তহবিল সংগ্রহ করছে। এবং তারই ধারাবাহিকতায় এবার এ ALS Assosication এই ভিন্ন ধর্মী ভিন্নধর্মী আইস বাকেট চ্যালেঞ্জের আয়োজন করেছে। এই চ্যালেঞ্জের প্রধান শর্ত হল গায়ে ঠান্ডা বরফ পানি ঢালতে হবে এবং অন্যকে এ চ্যালেঞ্জ জানিয়ে তাদেরকে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ইতোমধ্যেই এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন অনেক নামী-দামী ক্রীড়া ব্যক্তিত্ব, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা বাদ যায়নি এই আইস বাকেট চ্যালেঞ্জ । বাদ যায়নি বিল গেটস,সত্য নাদেলা,স্টিভ বালমোর,টিম কুক,মার্ক জুকারবার্গ,শেরিল স্যান্ডবার্গ,ল্যারি পেজ ও সার্গেই ব্রেইন,জেফ বেজোস, সহ আরও অনেকেই !
আইস বাকেট চ্যালেঞ্জে অংশ নেওয়া শীর্ষস্থানীয় ৯ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীদের নিয়েই আজকের এই আয়োজনঃ
বিল গেটসঃ
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অংশ নিয়েছেন সাম্প্রতিক সময়ের ট্রেন্ড আইস বাকেট চ্যালেঞ্জে।
সত্য নাদেলাঃ
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের পাশাপাশি আইস বাকেট চ্যালেঞ্জে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী সত্য নাদেলা।
স্টিভ বালমোরঃ
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহীর পাশাপাশি চ্যালেঞ্জ নিতে ভুলেননি মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমোর।
টিম কুকঃ
আইস বাকেট চ্যালেঞ্জে পিছিয়ে নেই শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহীও !
মার্ক জুকারবার্গঃ
জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গও আইস বাকেট চ্যালেঞ্জ নিতে ভুলেননি ।
শেরিল স্যান্ডবার্গঃ
আইস বাকেট চ্যালেঞ্জ অংশ নেওয়া ফেসবুকের চীফ অপারেশন অফিসার শেরিল স্যান্ডবার্গ -
মারিসা মেয়ারঃ
জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ারও রয়েছেন আইস বাকেট চ্যালেঞ্জ অংশ নেওয়া নির্বাহীদের দলে।
ল্যারি পেজ ও সার্গেই ব্রেইনঃ
টেক জায়ান্ট গুগলের ২ প্রতিষ্ঠাতাও অংশ নিয়েছেন সময়ের ট্রেন্ড আইস বাকেট চ্যালেঞ্জে।
জেফ বেজোসঃ
অনলাইনে কেনাকাটার প্রসিদ্ধ ওয়েবসাইট অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসও রয়েছেন আইস বাকেট চ্যালেঞ্জ অংশ নেওয়া নির্বাহীদের দলে।
Post a Comment